Gold Silver Price: বুধবার এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট

Published : Jun 07, 2023, 06:49 AM IST
Gold Price today 2 june 2023

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

৭ জুন বুধবার ২২ ক্যারট সোনার প্রতি গ্রামের দাম বেড়েছে ৩০ টাকা করে। ১ গ্রামের দাম হয়েছে ৫,৫৬০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৪৮০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৬০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বেড়ে গিয়েছে। বুধবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫৬,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৫৬০ টাকা

৮ গ্রাম - ৪৪,৪৮০ টাকা

১০ গ্রাম - ৫৫,৬০০ টাকা

১০০ গ্রাম - ৫,৫৬,০০০ টাকা

অন্যদিকে ৭ জুন তারিখে প্রতি গ্রামে ২৪ ক্যারট সোনার দাম বেড়ে গেছে ৩২ টাকা করে। ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৬,০৬৫ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৫২০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বুধবার বেড়ে হয়েছে ৬,০৬,৫০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,০৬৫ টাকা

৮ গ্রাম - ৪৮,৫২০ টাকা

১০ গ্রাম - ৬০,৬৫০ টাকা

১০০ গ্রাম - ৬,০৬,৫০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে কমতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো বুধবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৩.৫০ টাকা

৮ গ্রাম - ৫৮৮ টাকা

১০ গ্রাম - ৭৩৫ টাকা

১০০ গ্রাম - ৭,৩৫০ টাকা

আরও পড়ুন -

পৃথিবীর সবচেয়ে দূষিত দেশের তালিকায় অষ্টম স্থানে ভারত, দূষিততম শহরের সর্বোচ্চ দশে রয়েছে নয়াদিল্লি
শাড়ির কুচি বেয়ে উঠছে বেপরোয়া চিতাবাঘ, দেখুন বানারঘাটা বায়োলজিক্যাল পার্কে ‘সাবিত্রী আম্মা’-র ভিডিও

Viral Video: অফিসে ঢুকে গেলে আর বের হতে পারবেন না কর্মচারীরা, কোডিং নিনজাস-এর গেটে তালা লাগালেন দ্বাররক্ষী

PREV
click me!

Recommended Stories

ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ
Gold Price Today: লক্ষ্মীবারে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?