Gold Price: ঊর্ধ্বমুখী, নাকি নিম্নগামী? দেখে নিন সোনার দামে রবিবার হেরফের হল কতটা

Published : Jul 30, 2023, 08:54 AM IST
india Gold price today

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

৩০ জুলাই রবিবার ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৫৩৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,২৮০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৩৫০ টাকা। রবিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫৩,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম: ৫,৫৩৫ টাকা

৮ গ্রাম: ৪৪,২৮০ টাকা

১০ গ্রাম: ৫৫,৩৫০ টাকা

১০০ গ্রাম: ৫,৫৩,৫০০ টাকা

অন্যদিকে ৩০ জুলাই ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৬,০৩৮ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৮,৩০৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,৩৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রবিবার হয়েছে ৬,০৩,৮০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম: ৬,০৩৮ টাকা

৮ গ্রাম: ৪৮,৩০৪ টাকা

১০ গ্রাম: ৬০,৩৮০ টাকা

১০০ গ্রাম: ৬,০৩,৮০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দামও রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো রবিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম: ৭৭ টাকা

৮ গ্রাম: ৬১৬ টাকা

১০ গ্রাম: ৭৭০ টাকা

১০০ গ্রাম: ৭,৭০০ টাকা

আরও পড়ুন-

Buddhadeb Bhattacharya Update: প্রবল সংকটে বুদ্ধদেব ভট্টাচার্য, রক্তে কমছে অক্সিজেন
Buddhadeb Bhattacharya in Hospital LIVE: এখনও সংকটে বুদ্ধদেব ভট্টাচার্য, রোগের সঙ্গে জোরালো 'ফাইট'
Weather News: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাব, উপকূলের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা
Dilip Ghosh News: দিলীপ ঘোষ বাদ! এনডিএ সাংসদ-বৈঠকের পরেই বিজেপির সর্বভারতীয় পদ থেকে অপসারণ

PREV
click me!

Recommended Stories

ইন্ডিগোর আকাশে দুর্যোগ, DGCA-র কড়া হাতে রাশ! ৫% ফ্লাইট কমানোর সিদ্ধান্ত
ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত