বুদ্ধদেব ভট্টাচার্য কেমন রয়েছেন- হাসপাতাল থেকে প্রকাশ করা বিকেলের স্বাস্থ্য বুলেটিন জানাচ্ছে একই অবস্থায় রয়েছেন বুদ্ধদেব, রাখা হয়েছে ভেন্টিলেশনেই। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুদ্ধদেবকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তাঁর শারীরিক অবস্থা গুরুতর , তবে স্থিতিশীল রয়েছে। শ্বাসযন্ত্রের নিতের দিকে সংক্রমণ ও টাইপ টু রেসপিরেটারি ফেলিওর রয়েছে। হাসপাতাল সূত্রের খবর বুদ্ধদেব ভট্টাচার্যের ইকো কার্ডিওগ্রাম হয়েছে। তার রিপোর্টও যথেষ্ট সন্তোষজনক। ফুসফুসের অবস্থা খারাপ হলেও লড়াই চালিয়ে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শরীরে সুগারের মাত্র নিয়ন্ত্রণে আনার জন্য ইনসুলিন দেওয়া হয়েছে। রাইলস টিউবে খাবার দেওয়া হয়েছে। খেতে এদিন কোনও সমস্যা হয়নি।
- Home
- West Bengal
- West Bengal News
- Buddhadeb Bhattacharya in Hospital LIVE: বুদ্ধদেব ভট্টাচার্য কেমন রয়েছেন- বিকেলের স্বাস্থ্য বুলেটিন প্রকাশিত
Buddhadeb Bhattacharya in Hospital LIVE: বুদ্ধদেব ভট্টাচার্য কেমন রয়েছেন- বিকেলের স্বাস্থ্য বুলেটিন প্রকাশিত
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার অবনতি। শনিবার দুপুরেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসে সংক্রমণ রয়েছে তাঁর, শরীরের পরিস্থিতি সংকটজনক। তবে, রোগের বিরুদ্ধে ক্রমাগত জোরালো ‘ফাইট’ চালিয়ে যাচ্ছেন তিনি।
- FB
- TW
- Linkdin
আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, তিনি বুদ্ধবাবুর আরোগ্য কামনা করেন। তবে তাঁর অবস্থা এখনও সংকটজনক। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্ক সব খোঁজ খব তারা রাখছেন বলেও জানিয়েছেন।
শুভেন্দু অধিকারী রবিবার উডল্যান্ড হাসপাতালে ভর্তি অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়েছিলেন। তিনি বলেন, নিয়ম মেনেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখেছেন। তাঁর কাছে যেতে দেওয়া হচ্ছে না। সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অক্সিজেন লেভেল বর্তমানে ঠিক করা গেছে। আগের তুলনায় অনেকটাই ভাল হয়েছে। তিনি বলেন, 'আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি তারা সকলেই প্রার্থনা করব একরম একজন সৎ রাজনীতিবিদ যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।' তিনি আরও দলের সিপিএম নেতারা তাঁকে সহযোগিতা করেছেন। তাই তিনি বুদ্ধদেব ভট্টচার্যকে দেখতে পেয়েছেন। তাঁর সঙ্গে সকলেই কথা বলেছেন। শুভেন্দু বলেন বুদ্ধবাবুর মত সৎ রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের রাজনীতিতে রেয়ার।
হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের ব্লাড প্রেসার ১৪০/৮০, অক্সিজেন স্যাচুরেশন ৯৮% মতো রয়েছে। শনিবার থেকে যে তন্দ্রাভাব ছিল সেটাও অনেকটা কমেছে। প্রভাব পড়েছে কিডনিতেও, স্বাভাবিকের থেকে বেশি ক্রিয়েটিনিনের মাত্রা।
শনিবার সন্ধ্যা থেকে বুদ্ধদেবের অ্যান্টিবায়োটিকের ডোজ পরিবর্তন করা হয়েছে। সেই ওষুধে কেমন কাজ হচ্ছে জানতে ২৪ থেকে ৩৬ ঘণ্টা অপেক্ষা করা হবে। তবে রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করানোর পরিকল্পনা বাতিল করা হয়েছে।
ফুসফুসে সংক্রমণ থাকায় বুদ্ধদেব ভট্টাচার্যকে দেওয়া হচ্ছে হাইডোজের অ্যান্টিবায়োটিক। হাসপাতাল সূত্রে খবর গত ৩ দিন কার্যত অভুক্ত ছিলেন বুদ্ধবাবু। শরীরে কমেছে জলের পরিমাণ। তাই স্যালাইন দেওয়া হচ্ছে।
সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, শনিবার যে অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার থেকে সামান্য হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। রবিবার সকালেই সিপিআই(এম) নেতা তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র, বিমান বসু ও সূজন চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্যদের হাসপাতালে দেখতে যান। বাইরে বেরিয়ে এসে তাঁরা জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
সিটি স্ক্যান কি আদৌ করা যাবে বুদ্ধদেব ভট্টাচার্যের, মেডিক্যাল বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হবে আজ। রিপোর্ট নিয়ে হবে মূল্যায়ন।
চিকিৎসায় খুব অল্প হলেও সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন বিমান বসু
অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে পৌঁছলেন বাম নেতা বিমান বসু, সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্র। হাসপাতালে গেছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিও।
বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত ভট্টাচার্য
প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরের সংকট এখনও কাটেনি। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয়েছে ৮ জন সদস্যের মেডিকেল বোর্ড।
শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফুসফুসে সংক্রমণজনিত অসুস্থতার কারণে তাঁকে ভর্তি করানো হয় কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে।