কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।
বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
২৯ জুলাই শনিবার সোনার দাম নিম্নমুখী। ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৫১০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,০৮০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,১০০ টাকা। শনিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫১,০০০ টাকা।
১ গ্রাম: ৫,৫১০ টাকা
৮ গ্রাম: ৪৪,০৮০ টাকা
১০ গ্রাম: ৫৫,১০০ টাকা
১০০ গ্রাম: ৫,৫১,০০০ টাকা
অন্যদিকে ২৯ জুলাই ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৬,০১১ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৮,০৮৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,১১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শনিবার হয়েছে ৬,০১,১০০ টাকা।
১ গ্রাম: ৬,০১১ টাকা
৮ গ্রাম: ৪৮,০৮৮ টাকা
১০ গ্রাম: ৬০,১১০ টাকা
১০০ গ্রাম: ৬,০১,১০০ টাকা
হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দামও রয়েছে কমতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শনিবার বিকোচ্ছে কত দামে।
১ গ্রাম: ৭৬.৪০ টাকা
৮ গ্রাম: ৬১১.২০ টাকা
১০ গ্রাম: ৭৬৪ টাকা
১০০ গ্রাম: ৭,৬৪০ টাকা
আরও পড়ুন
Weather News: বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট নিম্নচাপ, আবহাওয়া একেবারে বদলে যাওয়ার সম্ভাবনা
Astrological Tips: সকালে ঘুম থেকে উঠেই এই ৫টি কাজ একেবারেই করবেন না, সারাটা দিন খারাপ যাওয়ার সম্ভাবনা থাকে