Gold Price: সোনার দামে পতন, নাকি শুধুই রুপোর দাম সস্তা? দেখে নিন মঙ্গলবারের লেটেস্ট আপডেট

Published : Aug 01, 2023, 09:09 AM ISTUpdated : Aug 01, 2023, 09:11 AM IST
gold silver

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১ অগাস্ট মঙ্গলবার বেশ কিছুটা কমে গেছে সোনার দাম। ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৫২৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,২০০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,২৫০ টাকা। মঙ্গলবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫২,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম: ৫,৫২৫ টাকা

৮ গ্রাম: ৪৪,২০০ টাকা

১০ গ্রাম: ৫৫,২৫০ টাকা

১০০ গ্রাম: ৫,৫২,৫০০ টাকা

অন্যদিকে ১ অগাস্ট ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৬,০২৮ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৮,২২৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,২৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম মঙ্গলবার হয়েছে ৬,০২,৮০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম: ৬,০২৮ টাকা

৮ গ্রাম: ৪৮,২২৪ টাকা

১০ গ্রাম: ৬০,২৮০ টাকা

১০০ গ্রাম: ৬,০২,৮০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম একই রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো মঙ্গলবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম: ৭৭ টাকা

৮ গ্রাম: ৬১৬ টাকা

১০ গ্রাম: ৭৭০ টাকা

১০০ গ্রাম: ৭,৭০০ টাকা

আরও পড়ুন-

Buddhadeb Bhattacharya: ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, সেরে ওঠার আশায় বাংলার মানুষ

Weather News: দক্ষিণবঙ্গে পালটে যেতে চলেছে আবহাওয়া, নতুন করে বর্ষার আপডেট দিল আবহাওয়া দফতর

Seema Haider: আবার মা হতে চলেছেন সীমা হায়দার? বারবার স্বাস্থ্যের অবনতি নিয়ে জাগছে সংশয়

Rakhi Purnima 2023: সাবধান! এবছর রাখী পূর্ণিমায় পড়তে চলেছে ভাদ্রের ছায়া, জ্যোতিষ শাস্ত্র মতে উৎসবের তারিখ ও শুভ সময় কখন?

PREV
click me!

Recommended Stories

আপনার প্রতিদিনের খরচই ঠিক করছে লোনের সুদ! জানুন ক্রেডিট স্কোরের এই হিসেব
Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে স্বল্প বিনিয়োগে মিলবে ৮.৫ লক্ষ রিটার্ন! দেখুন সহজ হিসেব