সংক্ষিপ্ত
বুকে ফ্লুইড বা জল জমার সঙ্কট অনেকটাই কমে গিয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। যদিও এখনও তাঁর বাঁদিকের ফুসফুসের নীচের অংশ ও ডানদিকের ফুসফুসের নীচের দিকের মাঝামাঝি অংশে সংক্রমণ রয়েছে।
শনিবার দুপুর থেকে দক্ষিণ কলকাতার আলিপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নিউমোনিয়ার কারণে তাঁর দুটো ফুসফুসেই সংক্রমণ ছড়িয়ে ব্যাপক ক্ষতি হয়েছে, হৃদযন্ত্রও অনেকখানি অস্বাভাবিক হয়ে পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রেখেছিলেন চিকিৎসকরা। শনিবারের পর থেকে ধীরে ধীরে তাঁর ঘুমের ওষুধের ডোজ ক্ষেপে ক্ষেপে কমিয়ে দেওয়া হয়েছে। এরপর সোমবার রাত থেকে ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই স্থিতিশীল রয়েছে বুদ্ধদেবের শারীরিক পরিস্থিতি। তাঁকে সারিয়ে তোলার জন্য কাজ করছে ১১ জন সদস্যের একটি মেডিকেল বোর্ড। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক পরীক্ষা এবং পর্যবেক্ষণের দ্বারা বোঝা যাচ্ছে যে, তাঁর ফুসফুসের সংক্রমণ এখন অর্গানাইজিং পর্যায়ে চলে গিয়েছে। অর্থাৎ, সংক্রমণ আর বাড়ছে না, ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।
বুকে ফ্লুইড বা জল জমার সঙ্কট অনেকটাই কমে গিয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। যদিও এখনও তাঁর বাঁদিকের ফুসফুসের নীচের অংশ ও ডানদিকের ফুসফুসের নীচের দিকের মাঝামাঝি অংশে সংক্রমণ রয়েছে। তবে, তাঁর সি-রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্টের রিপোর্ট যথেষ্ট ভালো, তিনশো থেকে কমে প্রায় অর্ধেক হয়ে এখন দেড়শোর কাছাকাছি নেমে এসেছে। এর দরুন সংক্রমণ ছড়িয়ে পড়া ভালোভাবেই রোধ করা যাচ্ছে। তাঁকে দেওয়া অ্যান্টিবায়োটিক সঠিকভাবে শরীরে কাজ করার কারণে জ্বর আসা কমে গিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কম হয়ে যাওয়ার কারণে অ্যান্টিবায়োটিক ডোজ স্বাভাবিক মাত্রাতেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন-
Weather News: দক্ষিণবঙ্গে পালটে যেতে চলেছে আবহাওয়া, নতুন করে বর্ষার আপডেট দিল আবহাওয়া দফতর
Seema Haider: আবার মা হতে চলেছেন সীমা হায়দার? বারবার স্বাস্থ্যের অবনতি নিয়ে জাগছে সংশয়
Manipur Violence: বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন মণিপুরের ২ জন নির্যাতিতার
Sujay Krishna Bhadra News: যে-সে লোক নন ‘কালীঘাটের কাকু’, বিরাট দুর্নীতির তথ্য হাতে পেয়েছে ইডি