সংক্ষিপ্ত

২০২৩ সালে পাসপোর্ট নিয়ে কোনও ভিসা ছাড়াই প্রথমে দুবাই এবং পরে নেপালের কাঠমান্ডু হয়ে ভারতে প্রবেশ করেন সীমা। রবিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আবার শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। 

পাকিস্তান থেকে ভারতে বেআইনিভাবে প্রবেশ করা সীমা হায়দর এবং তাঁকে অবৈধভাবে আশ্রয় দেওয়া উত্তরপ্রদেশের যুবক সচিন মীনার প্রেমের আলোচনা চলছে সারা ভারত জুড়ে। আগের স্বামী গোলাম হায়দরের চার সন্তানকে নিয়ে সীমার বেআইনিভাবে ভারতে আসার কথা ছড়িয়ে পড়ার পর উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখা (Anti Terrorist Squad) ও অন্যান্য তদন্তকারী সংস্থা সীমা হায়দারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং সীমার ওপর এখন ঝুলছে ভারত-ছাড়ার খাঁড়া। একই সঙ্গে, এই ঝামেলার মধ্যে পড়ে উত্তরপ্রদেশের রবুপুরায় বসবাসকারী সীমা ও তার প্রেমিক (বা, স্বামী) সচীনের পরিবার প্রবল আর্থিক সমস্যায় ভুগছে। সচিনের চাকরি চলে গেছে, কাজে না যেতে পাড়ায় বাড়ির সবাই খুবই বিরক্ত। মিডিয়া এবং প্রচুর মানুষ সর্বক্ষণ বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। এরই মধ্যে, রবিবার সোশ্যাল মিডিয়ায় সীমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আবার শুরু হয়েছে নতুন চাঞ্চল্য।

ভাইরাল হয়ে পড়া ওই খবরে বলা হচ্ছে যে, সীমা হায়দর ৪ মাসের অন্তঃসত্ত্বা। বারবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দেখে সচিন মীনা তাঁকে চিকিৎসকদের কাছে নিয়ে গিয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আসার পর চিকিৎসকরা সীমাকে তাঁর স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে সূত্রের দাবি। যদিও সীমা বা সচীন অথবা তাঁর পরিবারের কোনও সদস্যের তরফে এই খবরটি নিশ্চিত করে বলা হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে PUBG গেম খেলার সময় অনলাইনে ভারতে বসবাসকারী যুবক সচিন মীনার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল পাকিস্তানে বসবাসকারী সীমা হায়দরের। সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কের দিকে এগিয়ে যায় এবং ২০২৩ সালে পাসপোর্ট নিয়ে কোনও ভিসা ছাড়াই প্রথমে দুবাই এবং পরে নেপালের কাঠমান্ডু হয়ে ভারতে প্রবেশ করেন সীমা, সঙ্গে ছিল তাঁর ৪ ছেলেমেয়েও। মার্চ মাসে নেপালে তাঁর সঙ্গে সচিনের প্রথম দেখা হয়। ওইখানেই হিন্দু ধর্ম গ্রহণ করে দুজনে বিয়ে করেন। তারপর মে মাসের ১১ তারিখ তাঁরা ভারতে প্রবেশ করেন। জুলাই মাসে সীমা এবং সচিনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভারতীয় গোয়েন্দাদের নজরে রয়েছেন সীমা। এরই মধ্যে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তাঁর প্রতি মিডিয়ার আকর্ষণ যে আরও একটু বেড়ে যাবে, সেই কথা বলাই বাহুল্য।

আরও পড়ুন-

Manipur Violence: বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন মণিপুরের ২ জন নির্যাতিতার
Sujay Krishna Bhadra News: যে-সে লোক নন ‘কালীঘাটের কাকু’, বিরাট দুর্নীতির তথ্য হাতে পেয়েছে ইডি
Ukraine Russia War: ভয়াবহ বিস্ফোরণে দাউদাউ করে আগুন! মস্কোয় ড্রোন হামলার পর সদর্পে জেলেনস্কির বার্তা

Jaipur Express Firing: চলন্ত ট্রেনের মধ্যে ভয়ঙ্কর কাণ্ড! ঝড়ের বেগে গুলি করতে শুরু করলেন RPF জওয়ান