Gold price update: লক্ষ্মীবারে স্বস্তি সোনার দামে, কলকাতায় আজ কত হল হলমার্কের দাম? দেখে নিন

কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

লক্ষ্মীবারে স্বস্তি সোনার দামে। বৃহস্পতিবার আরও সস্তা হল হলুদ ধাতু। গত কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল সোনার দাম। আজ ফের পতন সোনার দামে। যদিও বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই দামে পতন কতটা স্বস্তি দায়ক সেবিষয় সন্দেহ থেকেই যায়। বিনিয়োগকারীদের এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

৮ জুন, বৃহস্পতিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৫২০ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৫৬০ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,২০০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দামও ছিল, ৫৫,৬০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,১৬০ টাকা। আজকে দামে পরিবর্তন নেই, ৪৪,৪৮০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৬,০০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৫২,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে বৃহস্পতিবার পতন ২৪ ক্যারট সোনার দামেও। ৮ জুন ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হল ৬,০২২ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০৬৫ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,১৭৬ টাকা। গতকালও দাম ছিল ৪৮,৫২০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬০,২২০ টাকা। গতকাল দাম ছিল ৬০,৬৫০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০৬,৫০০ টাকা। বৃহস্পতিবার দাম হল ৬,০২,২০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

আরও পড়ুন -

জুন মাসে কোন শহরে ঊর্ধ্বমুখী হল জ্বালানির দাম? দেখে নিন বুধবারের পেট্রোল-দর

বুধবার এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট

৩০শে জুনের মধ্যে শেষ করুন এই চারটি কাজ, নয়ত থেমে যেতে পারে আপনার ব্যাঙ্কিং লেনদেন

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury