Gold price update: বৃহসতিবারেও বদল নেই সোনার দামে, জানুন আজ কতয় বিকোচ্ছে হলুদ ধাতু

কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

 

বৃহস্পতিবারেও কলম না সোনার দাম। গত ৩-৪ দিন ধরেই স্থিতিশীল সোনার দাম। আজ ২২ ও ২৪ ক্যারটের সোনার দামে বিশেষ বদল এল না । যদিও বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই দাম এক থাকা কতটা স্বস্তি দায়ক সেবিষয় সন্দেহ থেকেই যায়। বিনিয়োগকারীদের এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

২৪ অগাস্ট, বুধবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৪3০ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৪3০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,3০০ টাকায়। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দামও ছিল, ৫৪,3০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৩,৩৬০ টাকা। আজকেও দাম, ৪৩,৩৬০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৪3,০০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৪২ ,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে বদল এল না ২৪ ক্যারট সোনার দামেও। ২4 অগাস্ট ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হল ৫,৯2৩ টাকা। গতকালও এই দাম ছিল ৫,৯2৩ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৭,৩০৪ টাকা। গতকালও দাম ছিল ৪৭,৩০৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৫৯,২৩০ টাকা। গতকাল দাম ছিল ৫৯,২৩০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৫,৯১,৩০০ টাকা। রবিবার দাম হল ৫,৯১,৩০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury