এপ্রিলের প্রথম সপ্তাহেই সস্তা হলুদ ধাতু, জানুন মঙ্গলবার কলকাতায় কত হল সোনার দাম

এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

এপ্রিলের ৪ তারিখে গত কয়েকদিনের তুলনায় সামান্য কমল সোনের দাম। বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

৪ এপ্রিল মঙ্গলবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৪৭০ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫০০ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,৭০০ টাকা। গতকাল ২২ ক্যারটের ২০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,০০০। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,০০০ টাকা। আজ তা কমে হল ৪৩৭৬০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকালের তুলনায় প্রায় ৩০০০ টাকা কমল। সোমবার এই দাম ছিল ৫,৫০,০০০ টাকায়। মঙ্গলবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম ৫,৪৭,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে দাম মঙ্গলবারে দাম কমল ২৪ ক্যারট সোনারও। ৪ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৫,৯৬৭ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০০০ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৭,৭৩৬ টাকা। গতকালের তুলনায় ২৬৪ টাকা কম। সোমবার দাম ছিল ৪৮,০০০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৫৯,৬৭০টাকা। সোমবার দাম ছিল ৬০,০০০ টাকা। অতএব দাম কমল ৩৩০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০০,০০০ টাকা। মঙ্গলবার ৩,৩০০ টাকা দাম কমে হল ৫,৯৬,৭০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

আরও পড়ুন - 

পয়লা এপ্রিল থেকে বদলে গেল হলমার্ক সোনা কেনার নিয়ম, এবার পাবেন বিশেষ সুবিধা, জানুন বিস্তারিত

নতুন অর্থিক বছরের শুরুতেই স্বস্তি, অবশেষে কমল জ্বলানির দাম, জানুন কোন শহরে কতয় বিকোচ্ছে পেট্রল-ডিজেল

এপ্রিলের শুরুতে স্বস্তি, কমল রান্নার গ্যাসের দাম, জানুন কোন শহরে কতয় বিকোচ্ছে এলপিজি

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury