Gold price: বুধবারে স্বস্তি দিচ্ছে সোনার দাম, জানুন আজ কলকাতায় দর কত হলমার্কের?

এপ্রিল মাসের তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

টানা তিনদিন স্থিতিশীল সোনার দাম। বুধবারেও বিশেষ ওঠা নামা নেই হলমার্কের দরে। গতকালের তুলনায় তেমন বাড়ানি ২২ এবং ২৪ ক্যারট সোনার দাম। বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

৩ মে, বুধবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৫৭০ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৭০ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৭০০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৭০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৫৬০ টাকা। আজকেও দাম হল ৪৪,৫৬০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৭,৫০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৫৭,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে বুধবার দাম বাড়ল না ২৪ ক্যারট সোনারও। ২৮ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,০৭৬ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০৭৬ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,৬০৮ টাকা। গতকাল দাম ছিল ৪৮,৬০৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬০,৭৬০ টাকা। গতকাল দাম ছিল ৬০,৭৬০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০৮,২০০ টাকা। বুধবার দাম হল ৬,০৮,২০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

আরও পড়ুন -

মঙ্গলেও অপরিবর্তীত জ্বালানির দাম, কলকাতায় আজ কত হল পেট্রল-ডিজেলের দর? জানুন

মঙ্গলেও স্থিতিশীল সোনার দাম, তবে কি এবার বাড়বে দাম? দেখেনিন কলকাতায় কতয় বিকোচ্ছে হলমার্ক

মে মাসের প্রথম দিনেও কমল না পেট্রল-ডিজেলের দাম, দেশের চার মেট্রো শহরে অব্যহত জ্বালানির জ্বালা

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed