Digital Transactions:গ্রাহকদের কাছে অনলাইন লেনদেন আরও আকর্ষণীয় করতে এবার থেকে ক্যাশব্যাক দেওয়ারচিন্তা ভাবনা শুরু হয়েছে।
Digital Transactions: বর্তমানে এই দেশে জনপ্রিয় হচ্ছে অনলইন লেনদেন। একাধিক অ্যাপ রয়েছে। গ্রাহকদের কাছে অনলাইন লেনদেন আরও আকর্ষণীয় করতে এবার থেকে ক্যাশব্যাক দেওয়ারচিন্তা ভাবনা শুরু হয়েছে। কারণ এখনও অনেক মানুষ রয়েছে যারা নগদে লেনদেন করতেই অভ্যস্ত। একটি সূত্র বলছে বাজারে ক্যাশের যোগান কম রয়েছে। তাই অনলাইন লেন বাড়াতে চাইছে সরকার।
UPI ব্যবহারকারীর সংখ্যা এই দেশে বাড়ছে। ২০২৪ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী ৫০ কোটিরও বেশি মানুষ ইউপিআই পেমেন্ট বা UPI পরিষেবা ব্যবহার করেছে প্রত্যেক দিন ১ লক্ষ কোটি টাকারও বেশি লেনদেন করা হয়। কিন্তু সময়ের সঙ্গে আরও বেশি গ্রাহক পেতেই ক্যাশব্যাক অফার কার্যকর করা হয়েছে।
ক্যাশব্যাক অফার
এমনিতেই গুগল পে বা ফোন পে, ভীম অ্যাপ- সবেতেই ক্যাশব্যাক অফার চালু রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার ডিজিটাল লেনদেনকে আরও আকর্ষণীয় করতে ২০০০ টাকার বেশি লেনদেনে ক্যাশব্যাক বা ইনসেনটিভ দেওয়ার চিন্তাভাবনা করছে। কারণ এখনও ছোট বড় অনেক ব্যবসায়ী ই UPI লেনদেনে অভ্যস্ত নয়। তবে QR Code লাগিয়ে রাখা দোকানের সংখ্যা ক্রমশই বাড়ছে।
মন্ত্রিসভায় কথা
কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি বৈঠক করেছিল। সেখানেই BHIM (Bharat Interface for Money) অ্যাপ বা বাকি সকল ইউপিআই ব্যবহার করার মাধ্যমে যারা কম মূল্যের টাকা লেনদেন করছেন তাদের ইনসেনটিভ বা ক্যাশব্যাক দেওয়া হবে। মুলত দেশের যেই সকল ছোট ও মাঝারি ব্যবসায়ীরা আছেন তাদের কথা ভেবে এমনটা করা হয়েছে।
টাকা বৃদ্ধি
যার Person to Merchant এর মাধ্যমে লেনদেন করেন মানে – গ্রাহকদের থেকে টাকা নেন অনলাইনে তাদের সকলকে ২০০০ টাকার প্রতি লেনদেনে ০.১৫% টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। বিভিন্ন সুত্র মারফত পাওয়া খবর অনুসারে কেন্দ্রের তরফে এই রকম কোটি কোটি ব্যবসায়ীদের ক্যাশব্যাক দেওয়ার জন্য ১৫০০ কোটি টাকার ফান্ড বরাদ্দ করা হয়েছে বলে জানতে পাওয়া যাচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।