Good News: সুগারের রোগীদের জন্য সুখবর! ওষুধের একঝটকায় কমে গেল প্রায় ৩০০ টাকা

Published : Mar 29, 2025, 03:43 PM IST
medicine order online

সংক্ষিপ্ত

medicine prices reduced: অস্বাভাবিক দাম কলম মেটফরমিন গ্রুপের এমপ্যাগলিফ্লোজিন ওষুধের। ১০০০ মিলিগ্রামের এক পাতা ওষুধের দাম ছিল ৪৩৭ টাকা। পেটেন্ট উঠে যাওয়ায় তা কমে হল ১০০ টাকা। ৫০০ মিলিগ্রাম ওষুধের দাম ৪১৬ টাকা। 

medicine prices reduced: সুগারের রোগীদের জন্য সুখবর। একধাক্কায় অনেকটাই কমল ওষুধের দাম। সুগার বা মধুমেয় রোগ, অনেকেই আবার ডায়েবেটিসও বলেন। এই রোগের প্রকোপ বর্তমানে বাড়ছে। প্রায় প্রত্যেক বাড়িতেই ডায়েবেটিক পেশেন্ট রয়েছে। এই রোগের জন্য নিয়মিত ওষুধ খেতেই হয়। না হলেই একাধিক সমস্যা দেখা দেয়। এবার এই রোগের ওষেধ দাম ৪০০ টাকা কমে দাঁড়াল ১০০ টাকা।

অস্বাভাবিক দাম কমল মেটফরমিন গ্রুপের এমপ্যাগলিফ্লোজিন ওষুধের। ১০০০ মিলিগ্রামের এক পাতা ওষুধের দাম ছিল ৪৩৭ টাকা। পেটেন্ট উঠে যাওয়ায় তা কমে হল ১০০ টাকা। ৫০০ মিলিগ্রাম ওষুধের দাম ৪১৬ টাকা। সেটি কমে গিয়ে হয়েছে ৯৭ টাকা। পেটেন্ট উঠে যওয়ার সুফল মেটফরমিন গ্রুপের সিটাগ্লিপটিন ওধুষেরও। সিটাগ্লিপটিনের ১০০০ মিলিগ্রামের দাম ৪৮০ থেকে কমে হয়েছে ১৭৫ টাকা।

পরিসংখ্যান বলছে সারা ভারতে ১০ কোটিরও বেশি ডায়াবেটিক পেশেন্ট রয়েছএ। তাই এই দাম কমার খবরে স্বস্তি পেয়েছেন প্রচুর মানুষ। এনপিপি বলছে প্রতিবছরই ওষুধের পাইকারি মূল্য সূচক ঠিক করা হয়। সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, ওষুধের দাম নিয়ে যাতে চিন্তা কমে, সেই চেষ্টা করা হয়। মার্চ মাসেই অবশ্য কেন্দ্রীয় সরকার বেশকিছু গুরুত্বপূর্ণ ওষুধের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ করেছে।

সম্প্রতি ওষুধের দাম প্রচুর বেড়েছে। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছে আম জনতা। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ। ওষুধের দাম নিয়ে প্রতিবাদও করেছেন অনেকে। তবে ওষুধের গুণগত মানের সঙ্গে যাতে সমঝতা না করা হয় তারও আবেদন জানিয়েছে সাধারণ মানুষ। কারণ সম্প্রতি একাধিক পরীক্ষায় একাধিক ওষুধ গুণগত মানের পরীক্ষায় পাশ করতে পারছে না। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Stock Market Update: কোন কোন স্টকে নজর থাকবে শুক্রবার? রেপো রেট নিয়ে বড় ঘোষণার পর, দালাল স্ট্রিটের আপডেট
RBI MPC: জরুরি সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের! রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমে ৫.২৫%? বিরাট আপডেট