একদিকে যখন গুগল কর্মী ছাঁটাই করছে, অন্যদিকে বাড়ছে সিইও সুন্দর পিচাইয়ের বেতন

গুগল একসঙ্গে ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল।গুগলের সিইও সুন্দর পিচাইয়ের বেতন ২০২২ সালের ডিসেম্বরে ব্যপক হারে বেড়েছে।

 

Web Desk - ANB | Published : Jan 30, 2023 4:55 PM IST / Updated: Feb 03 2023, 08:00 PM IST

বিশ্বের একাধিক বড় সংস্থার মত গুগলও সম্প্রতি গুগলও প্রচুর কর্মীকে ছাঁটাই করেছে। গত সপ্তাহেই এই সংস্থা এক ঝটকায় ১২ হাজার কর্মীকে এক সঙ্গে বরখাস্ত করেছে। তখনই সামনে এল সংস্থার সম্পর্ণ অন্য ছবি। গুগলের সিইও সুন্দর পিচাইয়ের মাইনে বেড়েছে ব্যাপক হারে।

গত সপ্তাহে গুগল একসঙ্গে ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল। সেই সময় একটি চিঠি দিয়ে সংস্থার সিইও সুন্দর পিচাই বলেছিলেন, কঠিন সময়ে যে কর্মীরা প্রভাবিত হচ্ছেন তারা সকলেই সংস্থার পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। কিন্তু কঠিন সময় বলতে তিনি কি বুঝিয়েছেন তা স্পষ্ট নয়।

যাইহোক গুগলের সিইও সুন্দর পিচাইয়ের বেতন ২০২২ সালের ডিসেম্বরে ব্যপক হারে বেড়েছে। সংস্থার হয়ে ছাঁটাই ঘোষণার মাত্র কয়েক সপ্তাহ আগে। যদিও এই সংস্থা আগে থেকেই জানিয়েছিল তারা সংস্থার কর্মীদের কর্মক্ষমতা আর মূল্যায়ন শুরু করেছে। যার অর্থ আগে থেকেই কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনও সময়ই তাদের চাকরি যেতে পারে।

২০২২ সালের ডিসেম্বরে গুগল ঘোষণা করেছিল সুন্দর পিচাই দূর্দান্ত পাফরম্যান্স করছেন। তাঁর কাজের স্বীকৃতিও দিয়েছিল গুগল। তখনই ঘোষণা করা হয়েছিল তারা সুন্দর পিচাইকে একটি ইক্যুইটি পুরষ্কার দেবে। গুগলের মূল সংস্থা অ্যাফফাবেট ইনকর্পোরেটেড সেই সময়ই বলেছিল ২০১৯ সালে পারফরম্যান্স স্টক ইউনিটগুলি (পিএসইউ) আগের ৪৩ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়ানোর জন্য পুরস্কারটি সংশোধন করা হয়েছে, যখন অর্থ প্রদানের জন্য পারফরম্যান্সের প্রয়োজনীয়তা বাড়ানো হয়েছিল। সুতরাং, পিচাইয়ের বেশি বেতন কোম্পানির কর্মক্ষমতার সাথে যুক্ত হবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে প্রতি তিন বছর পর পর সুন্দর পিচাই ইক্যুইটি কমপেনশেসন পান। ইতিমধ্যেই দুটি পেয়েছেন তিনি। যার আর্থিক মূল্য ৬৩ ও ৮৪ মিলিয়ন মার্কিন ডলার।

সম্প্রতি গুগলের সিইও সুন্দর পিচাইয় সংস্থার কর্মীদের সঙ্গে একটি টাউনহল বৈঠকে জানিয়েছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্তরের সব কর্মীদের বার্ষিক বোনাস উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। যার অর্থ তাঁরও বোনাস কমানো হবে। যদিও ২০১৮ সালে গুগলের সিইও তাঁর ইক্যুইটি ক্কমপেনশেসন প্রত্যাখ্যান করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন তাঁর বেতন কাঠামো ঠিক রয়েছে।

Share this article
click me!