হোম লোন ইএমআই: কত মাস EMI না দিলে ব্যাঙ্ক কড়া পদক্ষেপ নেয়? জানেন কী হতে পারে?

Published : Feb 19, 2025, 03:09 PM IST

হোম লোন নিয়েছেন? ইএমআই দিতে সমস্যা হচ্ছে? কয় মাস ইএমআই না দিলে ব্যাংক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে জানেন? বিস্তারিত জেনে নিন।

PREV
112

সবারই কিছু স্বপ্ন থাকে। অনেকেই বাড়ি কেনার স্বপ্ন নিয়ে পরিকল্পনা করে কাজ করেন। 

212

কিছু টাকা জমিয়ে বাকিটা ঋণ নিয়ে বাড়ি তৈরি বা কেনেন। ঋণের জন্য নিয়মিত ইএমআই দিতে হয়।

312

কিন্তু আর্থিক সমস্যায় পড়লে ইএমআই দিতে সমস্যা হয়। কত মাস ইএমআই না দিলে ব্যাংক ব্যবস্থা নেয় জানেন? আসুন জেনে নিই।

412

সাধারণত হোম লোনের মেয়াদ ১৫ থেকে ২০ বছর। শুরুতে ইএমআই দেওয়া সহজ। কিন্তু দু-তিন বছর পর বাড়তি দায়িত্বের জন্য সমস্যা শুরু হয়। 

512

পড়াশোনার খরচ, চিকিৎসা, বিয়ে, অনুষ্ঠান ইত্যাদি কারণে ইএমআই দিতে সমস্যা হয়।ব্যাংক সাধারণত ৩ মাস পর্যন্ত নোটিশ পাঠিয়ে সতর্ক করে। ৩ মাস পর আইনি ব্যবস্থা নিতে পারে।

612

এক মাস ইএমআই না দিলে পরে জরিমানাসহ দিতে হয়। চেক বাউন্স হতে পারে।

712

দুই মাস ইএমআই না দিলে মোবাইলে বার্তা ও নোটিশ আসে। জরিমানাসহ দুই মাসের ইএমআই দিতে বলা হয়।

812

তিন মাস ইএমআই না দিলে ঋণখেলাপীর তালিকায় নাম ওঠে। নোটিশ আসতে থাকে।

912

সিবিল স্কোর কমে যায়। ঋণ পাওয়া কঠিন হয়। অবশেষে আদায়কারী আপনার সাথে কথা বলবে।

1012

সমাধান কি? আর্থিক সমস্যায় পড়লে ব্যাংকের সাথে কথা বলুন।

1112

সুদ কমানোর বা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করুন। 

1212

ইএমআই দিতে না পারলে ব্যাংকের মাধ্যমে বাড়ি বিক্রি করুন। এজেন্টের মাধ্যমে বিক্রি করলে ক্ষতি হবে।

click me!

Recommended Stories