আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী এবার বাড়িতে নগদ অর্থ রাখার ওপর কড়াকড়ি জারি করা হয়েছে। কিন্তু কতটা পরিমাণ নগদ অর্থ বাড়িতে রাখতে পারবেন? কারণ একটি নির্দিষ্ট অঙ্কের টাকার থেকে বেশি অর্থ বাড়িতে রাখলে দিতে হবে পারে প্রচুর পরিমাণ আর্থিক জরিমানা।
বর্তমানে অনেকেই অনলাইন লেনদেন পছন্দ করেন। কিন্তু বড় আর্থিক লেনদেনের জন্য নগদ অর্থই পছন্দ করেন। কিন্তু আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী এবার বাড়িতে নগদ অর্থ রাখার ওপর কড়াকড়ি জারি করা হয়েছে। কিন্তু কতটা পরিমাণ নগদ অর্থ বাড়িতে রাখতে পারবেন? কারণ একটি নির্দিষ্ট অঙ্কের টাকার থেকে বেশি অর্থ বাড়িতে রাখলে দিতে হবে পারে প্রচুর পরিমাণ আর্থিক জরিমানা।
25
৮৪% জরিমানা
আয়কর বিভাগ যদি কোনও কারণে আপনার বাড়িতে প্রচুর পরিমাণে নগদ অর্থ পায়, আপনি যদি তার বৈধ উৎস জানাতে না পারেন, তাহলে ৮৪% জরিমানা
বা কর দিতে হতে পারে।
35
১০ লক্ষ টাকা থাকলে কী হবে?
আপনার বাড়িতে যদি ১০ লক্ষ টাকা পাওয়া যায় তাহলে সেই টাকার উৎস যদি আপনি জানাতে না পারেন তাহলে আপনাকে ৮ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা কর দিতে হবে পারে। ক্ষেত্রে আপনার হাতে ১ লক্ষ ৬০ হাজার টাকা থাকবে।
আয়কর বিভাগ কী করে জানবে আপনার কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে- এই প্রশ্ন অনেকেরই। সেক্ষেত্র উত্তল হল, ব্যাঙ্কিং সিস্টেম ও অনলাইন লেনদেনের প্রতিটি খুনিনাটি বিষয় দ্রুত আয়কর বিভাগে পৌঁছে যায়। আর প্রতিনি বড় আর্থিক লেনদেনের ওপর নজর রাখে আয়কর দফতর। আপনি যদি জমা পুঁজির থেকে ২০ লক্ষ টাকা নগদ তোলেন তাহলে টিডিএস কাটা হয়, সেক্ষেত্রে আপনার কাছে আয়কর বিভাগ আসবে না। কিন্তু আপনা যদি টিডিএস না দেন তাহলে আয়কর বিভাগ জানতে পারবে।
55
নগদে ঋণ নয়
আয়কর বিশেষজ্ঞদের পরামর্শ আপনি যদি কোনও ব্যক্তির থেকে নগদে ঋণ নেন তাহলে সেই টাকার সমপরিমাণের ওপর ১০০% ফাইন দিতে হবে। সেই কারণেই আয়কর বিশেষজ্ঞদের কথায় নগদ অর্থ ঋণ নেওয়া বা লেনদেন না করাই শ্রেয়। বড় অঙ্কের টাকা নগদে লেনদেন না করার পরামর্শ দিয়েছেন।