মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আজ থেকে হাওড়া-সল্টলেক মেট্রোর সূচিতে বড় বদল
Green Line Metro: আজ থেকে বদলে যাচ্ছে হাওড়া ময়দান- সেক্টর ফাইভ মেট্রোর সময়সূচি। বাড়ছে ট্রেনের সংখ্যা। অতিরিক্ত সুবিধে পাবেন যাত্রীরা। পরিবর্তন করা হচ্ছে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতেও। যাতে সুবিধে পাবেন গ্রিন লাইন মেট্রোর যাত্রীরা।

গ্রিন লাইনে মেট্রোর সূচি বদল
সোমবার থেকেই গ্রিন লাইন মেট্রো যাত্রীদের জন্য বড় খবর। আজ থেকেই বদলে যাচ্ছে হাওড়া ময়দান - সেক্টর ফাইভ মেট্রোর রেলের সময়সূচি। যাতে বাড়তি সুবিধে পাবেন মেট্রো যাত্রীরা। বিশেষ করে অফিস যাত্রীরা।
সোম-শুক্র মেট্রোর সংখ্যা
সোমবার থেকে শুক্রবার, অর্থাৎ সপ্তাহের কাজের দিনগুলিতে গ্রিন লাইনে মেট্রোর সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সপ্তাহে কাজের পাঁচ দিন মোট ২২৮টি মেট্রো চলাচল করবে হাওড়া ময়দান ও সেক্টের ফাইভের আপ ও ডাউন লাইনে।
শনিবার আর রবিবারের পরিষেবা
একই সঙ্গে শনিবার আর রবিবারও বাড়ছে মেট্রো পরিষেবা। শনিবার ট্রেন চলবে ২০৪টি। আগে ট্রেনের সংখ্যা ছিল ২০২টি। আর রবিবার এই রুটে মেট্রো চলবে ১০৮টি। আগে ছিল ১০৪টি। অর্থাৎ অন্যান্য দিনের মতই শনি ও রবিবার অতিরিক্ত মেট্রো চলবে এই রুটে।
শেষ মেট্রো
যাত্রীদের সুবিধের কথা ভেবে শেষ মেট্রোর সূচিতেও বড় পরিবর্তন করেছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানান হয়েছে, হাওড়া ময়দান থেকে প্রতিদিনই শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫ মিনিটে। শেষ মেট্রোটি হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত চলবে। যার কারণে যাত্রীরা অতিরিক্ত সুবিধে পাবেন। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে।
সকালের প্রথম মেট্রো
সোমবার থেকে শনিবার পর্যন্ত গ্রিন লাইনে প্রথম মেট্রো পরিষেবা আগের মতই সকাল ৬টা ৩৯ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে ছাড়বে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৪৫ মিনিটে। যা আগে ছিল সাড়ে ৬টা।

