- Home
- Business News
- Other Business
- Multibagger Stock Highest Return: মাত্র এক বছরে ৭৪৫% রিটার্ন? এই স্টক বিনিয়োগকারীদের বানাচ্ছে কোটিপতি
Multibagger Stock Highest Return: মাত্র এক বছরে ৭৪৫% রিটার্ন? এই স্টক বিনিয়োগকারীদের বানাচ্ছে কোটিপতি
Multibagger Stock Highest Return: এমন একটি স্টক নিয়ে আজ আলোচনা হবে, যেটি মাত্র এক বছরে ৭৪৫% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের (share market news live)।

স্টক মার্কেটে বিনিয়োগ করে আজকাল বহু মানুষ লাভবান হতে চান
আসলে শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যে স্টকগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছেন অনেকেই (multibagger stocks in 2025)। কার্যত, সেই অঙ্কটা কোটির ঘরে পৌঁছে গেছে।
যদি সঠিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করা যায়
তাহলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা (share market investment tips)। সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এই স্টকগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks)
নির্দিষ্ট সময় ধরে এই ধরনের স্টকে বিনিয়োগ করতে পারলে, বিপুল পরিমাণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে (multibagger stocks for 2025 in india)।
এইরকমই একটি স্টক নিয়ে আজ কথা বলব
যেটি গত এক বছরে, বিনিয়োগকারীদের প্রায় ৭৪৫% রিটার্ন দিয়েছে। এককথায় বলতে গেলে, অসাধারণ (share market today live)।
কোন স্টক এটি?
স্টকটির নাম হল পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড (Polycab India Limited)।
পরিসংখ্যান কী বলছে?
পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে এই শেয়ারটি বিনিয়োগকারীদের রীতিমতো ধনী বানিয়ে দিয়েছে (share bazar khobor)।
কার্যত, অসাধারণ রিটার্ন
মাত্র এক বছরে, বিনিয়োগকারীদের প্রায় ৭৪৫% রিটার্ন এনে দিয়েছে পলিক্যাব ইন্ডিয়া লিমিটেডের শেয়ার (polycab india limited share price)।
গত এক বছরে, এই শেয়ারটির দাম ৬% বৃদ্ধি পেয়েছে
কিন্তু গত ৫২ সপ্তাহের নিরিখে দেখতে গেলে, স্টকটির সর্বোচ্চ স্তর হল ৭৬০৫ টাকা। যেখানে এই স্টকের সর্বনিম্ন স্তর একটা সময় গিয়ে দাঁড়িয়েছিল ৪,৫৫৫ টাকাতে (polycab india limited share price target 2025)।
শেয়ারের দাম বৃদ্ধি
ইতিমধ্যেই গত শুক্রবার, এই শেয়ারটির দাম প্রায় ২% বৃদ্ধি পেয়েছে। তাছাড়া এই সংস্থাটির উপর বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাওয়ার আরেকটি কারণ হল, বার্ষিক ভিত্তিতে কনসলিডেটেড নিট মুনাফা ৫০% বেড়ে গেছে (ভারতীয় শেয়ার বাজার খবর today)।
জুন ত্রৈমাসিকে নিট মুনাফা কত?
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষের জুন ত্রৈমাসিকে পলিক্যাবের নিট মুনাফার রেকর্ড গিয়ে দাঁড়িয়েছে ৫৯২ কোটি টাকাতে। উল্লেখ্য, বিগত অর্থবর্ষের একই সময়ে এই সংখ্যাটা ছিল ৩৯৬ কোটি টাকা (sensex today live)।
এদিকে কোম্পানিটির ওয়্যার এবং কেবল সেগমেন্টে প্রায় ৩১% বৃদ্ধি ঘটেছে
সবথেকে বড় বিষয় হল যে, জুন ত্রৈমাসিকে সংস্থার অপারেশনস থেকে আয় মোট ২৬% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এটি প্রায় ৫,০৯৬ কোটি টাকাতে গিয়ে পৌঁছেছে। যেখানে গত বছরে ঠিক একই সময়ে পরিমাণটা ছিল ৪,৬৯৮ কোটি টাকা। নিঃসন্দেহে, বিপুল বৃদ্ধি (bse sensex today)।
এক্ষেত্রে একটি বড় কারণ হল, আন্তর্জাতিক ব্যবসার প্রসার
যা বার্ষিক নিরিখে দেখতে গেলে প্রায় ২৪% বৃদ্ধি পেয়েছে। চলতি বছর কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা পৌঁছে গেছে ৭২৭ কোটি টাকাতে। ফলে, বোঝাই যাচ্ছে যে, এই সংস্থার শেয়ার কিনে বিরাট লাভবান হয়েছেন বহু বিনিয়োগকারী।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

