গত পাঁচ বছরে এই সংস্থাটির শেয়ার থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন ৭৫০% রিটার্ন
কোম্পানিটি প্রধানত টেলি কমিউনিকেশন, রেলওয়ে এবং এনার্জি সেক্টর সহ একাধিক সেক্টরের জন্য স্টিল স্ট্রাকচার তৈরি করে থাকে (salasar techno engineering ltd share price target 2025)।
510
সামনে এসেছে ফিনান্সিয়াল রিপোর্ট
ইতিমধ্যেই সংস্থাটি ২০২৪-২০২৫ সালের চতুর্থ কোয়ার্টারের ফিনান্সিয়াল রিপোর্ট প্রকাশ্যে এনেছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ মাসের মধ্যে কোম্পানির নেট প্রফিট প্রায় ২৭% বৃদ্ধি পেয়েছে এবং তা গিয়ে দাঁড়িয়েছে ১৯.৩১ কোটি টাকায় (salasar techno engineering ltd share price)।
610
সাম্প্রতিক সময়ের মধ্যে সংস্থাটির রেভিনিউ বৃদ্ধি পেয়েছে প্রায় ৩২%
ওদিকে গত ২০২৪ সালের জানুয়ারি-মার্চ মাসের মধ্যে এই সংস্থাটির রেভিনিউ ছিল মোট ৩৬৫.২৩ কোটি টাকা (salasar techno engineering ltd share price bse)।
710
২০২৫ সালের জানুয়ারি-মার্চ মাসের মধ্যে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৭০ কোটি টাকা
ইতিমধ্যেই এই পেনি স্টকটির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন মার্কেট অ্যানালিস্টরা।
810
গত কয়েকটি বছর ধরে এই সংস্থার স্টক থেকে বিপুল পরিমাণে রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা
গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে, স্টকটির দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৭৫০%। যদিও গত এক বছরে এই স্টকের পারফরম্যান্স কিছুটা খারাপ ছিল। দেখা যাচ্ছে, গত এক বছরে প্রায় ৫৫% দাম পড়ে গেছে এই স্টকের।
910
উল্লেখ্য, গত ছয় মাসে তা প্রায় কমে দাঁড়িয়েছে ৪৩%
কিন্তু বিগত এক মাস যাবৎ ফের একবার ঘুরে দাঁড়িয়েছে এই স্টক এবং দাম বেড়ে হয়েছে ৪.১৭৫ টাকা।
1010
গত ৯ মে, এই সংস্থাটির স্টকের দাম হয়েছিল শেষ ৫২ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম, ৭.৫৫ টাকা
আর গত বছরের ১৭ সেপ্টেম্বর, এই স্টকটির দাম হয়েছিল শেষ ৫২ সপ্তাহের মধ্যে সবথেকে বেশি, ২৩.২৭ টাকা।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।