- Home
- Business News
- Other Business
- Multibagger Stock Highest Return: রকেট গতিতে উত্থান! মাত্র ৫১ টাকার স্টক দিচ্ছে ১১০০% রিটার্ন?
Multibagger Stock Highest Return: রকেট গতিতে উত্থান! মাত্র ৫১ টাকার স্টক দিচ্ছে ১১০০% রিটার্ন?
Multibagger Stock Highest Return: শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে চান সবাই (share market investment)।

বিনিয়োগ করার সময়, কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত
সঠিক পদ্ধতি মেনে এবং উপযুক্ত গবেষণা করে ইনভেস্ট করলে তবেই লাভের মুখ দেখা সম্ভব (share market live)।
আসলে শেয়ার বাজারে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি বিনিয়োগকারীদের বেশ ভালো রিটার্ন দিয়েছে
সেগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks higher returns)।
আজ তেমনই একটি স্টক নিয়ে আলোচনা করব
যে স্টকটির দাম একসময় ছিল মাত্র ৫১ টাকা। কিন্তু দুই বছরের মধ্যেই সেই স্টকটি দিয়েছে ১১০০% রিটার্ন (multibagger penny stocks for 2025)।
কোন স্টক এটি?
BSE-SME প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত স্টকটির নাম হল ইটকনস ই-সলিউশনস লিমিটেড (ITCONS e-Solutions Limited)।
গত ২০২৩ সালের মার্চ মাসে, মাত্র ৫১ টাকা ইস্যু মূল্যে তালিকাভুক্ত ছিল এটি
কিন্তু এই স্টকটি মাত্র দুই বছরের মধ্যেই ১,১৭৮%-এরও বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
খারাপ বাজারেও কার্যত, রকেট গতিতে উত্থান হয়েছে এই স্টকটির
সেইসঙ্গে, ইন্ট্রাডে ৫১৪.৫০ পয়েন্টের মাইলস্টোনও স্পর্শ করেছে (itcons e solutions limited share price)।
গত এক বছরে স্টকটি ৮৮৬% বৃদ্ধি পেয়েছে
সেই সুবাদেই আইপিও বরাদ্দকারীদের বিরাট পরিমাণে লাভের মুখ দেখিয়েছে এটি (itcons e solutions limited ipo)।
কোম্পানির রাজস্ব কত বৃদ্ধি পেল?
ITCONS e-Solutions-এর রাজস্ব গতবছর ২৮.৭৩ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫৭.০৬ কোটি টাকাতে গিয়ে দাঁড়িয়েছে। কোম্পানির নিট মুনাফাও প্রায় ১.৯০ কোটি টাকা থেকে বেড়ে ৩.২০ কোটি টাকা হয়েছে। যেখানে EPS-এর পরিমাণ ৫.২৩ টাকা।
আরও একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে
সেটি হল, কোম্পানিটি টেকনিক্যাল টেস্টিং এবং আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট কনসাল্টিংয়ের মতো নতুন কিছু সেগমেন্টে ব্যবসা বৃদ্ধি করেছে এবং যা থেকে প্রায় ১৩ কোটি টাকা আয় করেছে তারা (itcons e solutions limited stock)।
সেইসঙ্গে, সরকারি প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে
আর তার ফলেই, সরকারি ক্লায়েন্টের সংখ্যা ২ থেকে বেড়ে ২১ হয়েছে।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

