110
আসলে সকলেই চান শেয়ার বাজারে এমন কিছু স্টকে বিনিয়োগ করতে, যেখান থেকে বিপুল পরিমাণ লাভ করা যায়
সোজা কথায়, যাতে অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করে, কম সময়ের মধ্যেই বড়লোক হওয়া যায়।
Subscribe to get breaking news alertsSubscribe 210
তবে একটা কথাই আছে যে, অ্যাসেট বাড়ে দীর্ঘমেয়াদেই
কোনও একটি বা একাধিক স্টকে সঠিক সময়ে এবং দীর্ঘমেয়াদে যদি বিনিয়োগ করা যায়, তাহলে অবশ্যই সম্পদ বৃদ্ধি করা সম্ভব (multibagger stocks higher returns)।
310
এমনটাই বারবার বলে থাকেন মার্কেট অ্যানালিস্টরা
এই ধরনের স্টকগুলিকে বলা হয় মাল্টিব্যাগার স্টক (multibagger penny stocks for 2025 in india)।
410
আর আজ সেইরকমই একটি মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock) নিয়ে আলোচনা করব
যেটি পাঁচ বছরে ৬৩০% রিটার্ন দিয়েছে।
510
স্টকটির নাম কী?
সেই মাল্টিব্যাগার স্টকটির নাম হল কেলটন টেক সলিউশন লিমিটেড (Kellton Tech Solutions Ltd)।
610
কত রিটার্ন দিয়েছে?
গত ৫ বছরে, কেলটন টেক সলিউশন লিমিটেড স্টকটি বিনিয়োগকারীদের ৬৩০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে (kellton tech solutions ltd share price)।
710
খারাপ বাজারেও কার্যত, ফুল ফুটিয়েছে
বাজারে বিশাল পতন সত্ত্বেও, কেলটন টেক সলিউশনের শেয়ারের দাম ১.৮২% বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১১১.৮৯ টাকা (multibagger stocks highest return)।
810
পরিসংখ্যান (data) কী বলছে?
গত এক বছরে সংস্থাটি প্রায় ১৫ শতাংশের সামান্য একটু বেশি রিটার্ন দিয়েছে (kellton tech solutions ltd share news)।
910
বিনিয়োগকারীরা মোট ৬৩২% রিটার্ন পেয়েছেন
এদিকে গত ৫ বছরে, এই কোম্পানিটির শেয়ার থেকে বিনিয়োগকারীরা মোট ৬৩২% রিটার্ন পেয়েছেন (multibagger stocks for 2025)।