যেটি গত ৫ বছরে কোটিপতি বানিয়ে দিয়েছে অনেককেই (multibagger stocks 2025)।
511
মাত্র ৫ বছরের মধ্যেই এই স্টকটি থেকে ৬০ লক্ষ টাকার রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা
যেখানে তাদের বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ১ লক্ষ টাকা (multibagger stocks higher returns)।
611
সংস্থাটির নাম কী?
কোম্পানিটির নাম হল আরএমসি সুইচগিয়ারস লিমিটেড (RMC SWITCHGEARS LIMITED)।
711
পরিসংখ্যান বলছে, বিপুল পরিমাণ টাকা রোজগার হতে পারত এই স্টকটিতে বিনিয়োগ করলে
গত ৫ বছরে এই আরএমসি সুইচগিয়ার সংস্থার স্টকটি থেকে প্রায় ৫৯০০% মুনাফা মিলেছে (rmc switchgears limited share price)।
811
অর্থাৎ, তিন বছরে এই মাল্টিব্যাগার স্টকটি প্রায় ৩২১১% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের
কিন্তু আজ থেকে ৫ বছর আগে এই স্টকটির দাম ছিল মাত্র ১৩ টাকা। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে, তা পৌঁছে গেছে ৭৭৫ টাকায় (rmc switchgears limited bse)।
911
তবে গত ২০১৮-২০২০ সাল পর্যন্ত, এই স্টকটির দাম প্রায় ৭৫% কমে যায়
তবে এরপর আবার এই স্টকটি দৌড়তে শুরু করে। এমনকি, গত ২০২১ সালে, একলাফে এই স্টকটি ৪৫% বৃদ্ধি পায় (multibagger stocks highest return)।
1011
তারপর থেকে যেন শুধুই উত্থান
জানা যাচ্ছে, ২০২২ সালে এই সংস্থাটির স্টক ১০৩৯% বৃদ্ধি পেয়েছিল। এরপর ২০২৪ সালে, এই স্টকটি থেকে প্রায় ৮৯% রিটার্ন পেয়েছিলেন বিনিয়োগকারীরা (multibagger stocks crore rupees)।
1111
গত বছর আরএমসি সুইচগিয়ার সংস্থাটির মোট মুনাফা ছিল ৩১.৪৫ কোটি টাকা
যেখানে বার্ষিক ভিত্তিতে দেখতে গেলে, এটি ১১১.২% বৃদ্ধি পায়। তবে গত বছরের ঠিক দ্বিতীয়ার্ধে এই সংস্থাটির নিট মুনাফা ছিল ২১.২৬ কোটি টাকা (share market today news)।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।