Mutual Fund Investment: বছরে ২০% হারে মুনাফা! এই ৫টি লার্জক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন?

Mutual Fund Investment: এই মুহূর্তে দেশের প্রচুর মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন। তার মধ্যে লার্জক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি (Large Cap Mutual Fund) অন্যতম ভরসা।

Subhankar Das | Updated : Mar 26 2025, 07:48 PM IST
110
লার্জক্যাপ ফান্ডে (Mutual Fund Large Cap Fund) বিনিয়োগ করলে কম ঝুঁকিতে বেশি রিটার্ন

অন্যদিকে, ভারতের সেরা ১০০টি সংস্থায় বিনিয়োগ করে থাকে, এইরকম ফান্ডগুলিতে এক্সপেন্স রেশিও অনেক কম হয়। 

210
আর এইরকমই ৫টি সেরা লার্জক্যাপ মিউচুয়াল ফান্ড (Mutual Fund) রয়েছে

যেগুলি বিগত ৫ বছরে দারুণ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের (Mutual Fund Investment)। 

310
সেই তালিকায় একেবারে প্রথম রয়েছে UTI Nifty Next 50 Index Fund Direct– Growth ফান্ড

গত ৫ বছরে এই ফান্ডটি বার্ষিক ২২.২৫% হারে রিটার্ন দিয়েছে (Mutual Fund Return Calculator)।

410
ঠিক তারপরেই রয়েছে DSP Nifty Next 50 Index Fund Direct- Growth Fund

যেটি থেকে গত ৫ বছরের মেয়াদে বার্ষিক ২২.০৩% রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা (Mutual Fund Return Rate)।

510
ICICI Prudential Nifty Next 50 Index Direct-Growth ফান্ড

মোট ২১.৯৮% হারে। রিটার্ন এসেছে এই ফান্ডটি থেকে। মানে, দেড় লক্ষ টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা গিয়ে দাঁড়াত ৪ লক্ষ ৫ হাজার ৭৪ টাকা। 

610
এবার আসা যাক Motilal Oswal Nifty Next 50 Index Fund Direct- Growth ফান্ডটির কথায়

এটি থেকে বার্ষিক ২১.৯২% হারে রিটার্ন এসেছে (Mutual Fund Investment Plans)।

710
আর সবশেষে রয়েছে Bandhan Nifty 50 Index Fund Direct Plan-Growth Fund

দেখা যাচ্ছে, এই ফান্ডটিতে দেড় লক্ষ টাকা রাখলে, ৫ বছরে তা হত ৩ লক্ষ ৯২ হাজার ৪৪৯ টাকা (Large Cap Funds)।

810
অর্থাৎ, এই হল সেই পাঁচটি ফান্ড

যেগুলি থেকে বছরে বিগত পাঁচ বছরে ২০% হারে মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। 

910
আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল

এই ৫টিই হল লার্জক্যাপ মিউচুয়াল ফান্ড (Mutual Fund Comparison)।

1010
তবে একটি বিষয় সবসময় মনে রাখা উচিত

বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই ইনভেস্ট করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos