বাংলার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দেবে এই প্রকল্প, শুধুমাত্র মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার টাকা

Published : Sep 24, 2024, 02:58 PM IST

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দেবে ওড়িশার সুভদ্রা যোজনা প্রকল্প। এই প্রকল্পের অধীনে মহিলারা বছরে পাবেন মোটা অঙ্কের টাকা। 

PREV
110
লক্ষ্মীর ভাণ্ডার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গোটা দেশেই সাড়া ফেলে দিয়েছে। এই প্রকল্পে মাসে ১ হাজার টাকা করে পান। আর পিছিয়ে পড়া শ্রেণির মহিলারা পান ১২০০ টাকা।

210
ভোটব্যাঙ্ক

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প তাঁর দলের কাছে একটি বড় ভোট ব্যাঙ্ক। বিধানসভার পর প্রমাণ হয়েছে লোকসভা নির্বাচনেও।

310
ওড়িশায় চালু মহিলাদের প্রকল্প

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের কথা মাথায় রেখেই প্রতিবেশী ওড়িশায় চালু হয়েছে সুভদ্রা যোজনা।

410
নামকরণের কারণ

ওড়িশা মানেই জগন্নাথ দেবের ধাম। প্রভু জগন্নাথদেবের বোন সুভদ্রা। তাঁর নামকরণ থেকেই রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া প্রকল্পের নামকরণ করা হয়েছে সুভদ্রা যোজনা।

510
মোদীর জন্মদিনে চালু প্রকল্প

নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিনে ওড়িশা সরকার চালু করেছে এই প্রকল্প।

610
টাকার অঙ্ক

শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছে ওড়িশা সরকার। এই প্রকল্পে মহিলাদের বছরে দুইবার ৫০০০ হাজার টাকা করে বার্ষিক ১০ হাজার টাকা দেওয়া হবে।

710
ওড়িশার মুখ্যমন্ত্রীর ঘোষণা

ওড়িশার মু্খ্যমন্ত্রী মোহনচরণ মাজি জানিয়েছেন মহিলার পাশে দাঁড়াতেও ও আর্থিক সহযোগিতা করতেই এই প্রকল্প চালু করা হয়েছে।

810
প্রকল্পের অধীন

এই প্রকল্পের অধীনে থাকছে ২১-৬০ বছর মহিলারা।

910
মহিলাদের জন্য

মহিলাদের স্বনির্ভর করতেই এই প্রকল্প চালু করা হয়েছে।

1010
প্রকল্পের জন্য প্রয়োজন

এই প্রকল্পের সুবিধা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের লিঙ্ক করতে হবে। সেই সঙ্গেই কেওয়াইসি-ও জমা করতে হবে। আর্থিকভাবে দুর্বল শ্রেণির মহিলাদের জন্য সুভদ্রা যোজনার সূচনা করা হয়েছে। সেই সঙ্গেই সরকারি কর্মচারী এবং আয়কর রিটার্ন করেন এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

click me!

Recommended Stories