গুরুত্বপূর্ণ ঘোষণা, এই নির্দিষ্ট তারিখের মধ্যে PAN এবং আধার লিঙ্ক করে নিন, না-হলে বাতিল হবে প্যান কার্ড

Published : Apr 07, 2025, 02:19 PM IST

প্যান কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সিস (CBIT) জানিয়েছে, কিছু প্যান কার্ডধারীকে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে প্যান ও আধার লিঙ্ক করতে হবে, অন্যথায় প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে।

PREV
110

ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে যে কোনও ধরনের অফিসিয়াল কাজে প্যান কার্ড আবশ্যক। প্যান জমা না দিলে আপনিই পড়বেন বিপদে।

210

এবার এই প্যান কার্ড নিয়ে প্রকাশ্য এল নয়া তথ্য। নয়া ঘোষাণা করল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সিস।

310

CBIT জানিয়েছে, কিছু নির্দিষ্ট প্যান কার্ডধারীদের ৩১ ডিসেম্বর ২০২৫-র মধ্য়ে প্যান ও আধার লিঙ্ক করতেই হবে।

410

না হলে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।

510

এই নিয়ম মানতে হবে যারা আধার নম্বর পরিবর্তে আধার ইনরোলমেন আই ব্যবহার করে PAN তৈরি করেছেন। তাদের ক্ষেত্রে এই প্রযোজ্য।

610

নির্ধারিত সময়ের মধ্যে এই লিঙ্ক না হলে কোনও আর্থিক লেনদেন PAN ব্যবহার করা যাবে না।

710

নির্দিষ্ট সময়সীমার পরে PAN এবং Aadhaar লিঙ্ক করতে গেলে হাজার টাকা জমা দিতে হবে।

810

অনলাইনে লিঙ্ক করার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দেশ অনুসার কর্ম পূরণ করলেই হবে।

910

এই লিঙ্ক করাতে গেলে NSDL এবং UTIITSL-র নিকটস্থ সেবা কেন্দ্রে যেতে হবে। Annexure- I ফর্ম পূরণ করতে হবে।

1010

এই দ্রুত করিয়ে নিন। না হলে প্যান বাতিল হয়ে গেলে অর্থনৈতিকভাবে অসুবিধায় পড়তে হতে পারে।

click me!

Recommended Stories