- Home
- India News
- Aadhaar-PAN Link: ৩১ মার্চ শেষ দিন, আধার-প্যান লিঙ্ক না করালে কী ক্ষতি হতে পারে জানেন?
Aadhaar-PAN Link: ৩১ মার্চ শেষ দিন, আধার-প্যান লিঙ্ক না করালে কী ক্ষতি হতে পারে জানেন?
Aadhaar-PAN Card: গত কয়েক বছর ধরেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Aadhaar-PAN Link) করার প্রক্রিয়া চলছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখনও সবাই আধার-প্যান লিঙ্ক করাননি। ফলে সমস্যা হচ্ছে।
- FB
- TW
- Linkdin
)
৩১ মার্চ শেষ হয়ে যাচ্ছে চলতি অর্থবর্ষ, তার মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে সমস্যা হবে
কেন্দ্রীয় সরকার বারবার আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে। তবে ৩১ মার্চের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে না পারলে নানারকম সমস্যা হতে পারে।
১ এপ্রিল শুরু হচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষ, তার আগেই আধার-প্যান লিঙ্ক করতে হবে
৩১ মার্চের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে।
৩১ মার্চের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে ডিভিডেন্ট বন্ধ হয়ে যাবে
এখনও যদি কেউ আধার-প্যান লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে হাতে বেশি সময় নেই। চলতি সপ্তাহের মধ্যেই আধার-প্যান লিঙ্ক করিয়ে নিতে হবে। না হলে ডিভিডেন্ট পাওয়া যাবে না।
চলতি সপ্তাহের মধ্যেই আধার-প্যান লিঙ্ক না করালে বেতন বা মূলধনে টিডিএস চার্জ বেড়ে যাবে
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ মার্চের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে টিডিএস চার্জ বেড়ে যাবে। ফর্ম ২৬এএস-এর মাধ্যমে ক্রেডিটের সুবিধাও পাওয়া যাবে না।
১ এপ্রিল মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মেও বদল আসছে
সেবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মে বদল আসছে। নতুন নিয়ম অনুযায়ী, সব মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারকে বাধ্যতামূলকভাবে কেওয়াইসি এবং নমিনির তথ্য ভেরিফিকেশন ও আপডেট করাতে হবে।
মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে সেবি-র নিয়ম না মানলে কড়া ব্যবস্থা
সেবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, কেওয়াইসি এবং নমিনি সংক্রান্ত আপডেট না করলে মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
নতুন অর্থবর্ষের প্রথম দিনই ইউপিআই-এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বদল আসছে
১ এপ্রিল থেকে ইউপিআই-এর ক্ষেত্রেও বদল আসছে। এনপিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, যে মোবাইল নম্বরের মাধ্যমে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করে ইউপিআই ব্যবহার করছেন, সেই মোবাইল নম্বর যদি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকে তাহলে ইউপিআই আইডি বন্ধ করে দেওয়া হবে।
নতুন অর্থবর্ষে ব্যাঙ্ক-সহ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে হলে আধার-প্যান লিঙ্ক করাতেই হবে
সব ভারতীয় নাগরিকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে আধার। সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে আধার দরকার। আবার অর্থ সংক্রান্ত পরিষেবা, লেনদেনের ক্ষেত্রে প্যান দরকার। এই কারণে আধার-প্যান লিঙ্ক করা জরুরি।
প্যান কার্ডের কোনও তথ্যে ভুল থাকলে কয়েকদিনের মধ্যেই সংশোধন করিয়ে নিন
চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই প্যান কার্ডের নথিতে ভুল আছে কি না দেখে নিয়ে প্রয়োজনে সংশোধনের জন্য আবেদন করা ভালো। তাহলে নতুন অর্থবর্ষে অনেক সমস্যা মেটানো যাবে।
আধার ও প্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, এই কারণে এ বিষয়ে যত্নবান হওয়া জরুরি
আধার ও প্যান সংক্রান্ত বিষয়ে কোনওরকম অবহেলা করা উচিত নয়। না হলে অনেক সমস্যা হতে পারে।