Fuel Price: জানুন আজ কলকাতায় কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল আর ডিজেল, রইল দেশের তিন মেট্রো শহরের জ্বালানির দাম

কলকাতা ও সারা দেশে পেট্রোল আর ডিজেলের দাম নির্ধারণ হয় সকাল ৬টার মধ্যে। সেই অনুযায়ী আজ অর্থআর ২৩ মার্চ কলকাতার পাশাপাশি সাদা দেশের পেট্রোল ও ডিজেলের দাম রইল।

 

কলকাতায় পেট্রোল আর ডিজেলের দামঃ ৬ এপ্রিল কলকাতায় পেট্রোলের দাম দাম ১০৬ টাকা। গতকালের তুলনায় দামের কোনও হেরফের হয়নি। অপরিবর্তিতত রয়েছে ডিজেলের দামও। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৯২ টাকা ৭৬ পয়সা।

এক নজরে দেশের বাকি তিন মেট্রো শহরের পেট্রোলের দামঃ

Latest Videos

চেন্নাইতে পেট্রোলের দাম ১০২টা ৬ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম ৯৬টাকা ৭২ পয়সা। মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১১১.৩ টাকা। তিন মেট্রো শহরের পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে।

এক নজরে দেশের বাকি তিন মেট্রো শহরের ডিজেলের দামঃ

দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৬১ টাকা। মুম্বইতে ডিজেলের দাম ৯৪ টাকা ২৭ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪ টাকা ২৪ পয়সা।

পেট্রোল আর ডিজেলের দাম ধার্য হওয়ার নিয়ম-

পেট্রোল আর ডিজেলের দাম ভারতে প্রতিদিনের ভিত্তিতে পরিবর্তন করা হবে। দুটি জ্বালানিতের দামই সকাল ৬টায় পরিবর্তন করা হয়। বিশ্বব্যপী তেলের দাম ঘোষণার মাত্র এক মিনিট পরেই এই দেশের পেট্রোল আর ডিজেসের দৈনিক দাম নির্ধারণ করা হয়। জ্বালানি দামের মধ্যে আবগারি শুল্ক, মূল্য সংযোগন করা হয়। ডিলালের কমিশনও এই দামের মধ্যে ধরা হয়ে থাকে। বিভিন্ন রাজ্যে ভ্যাট চার্জ বিভিন্ন আর সেক্ষেত্রে দামের পরিবর্তন করা হয়ে থাকে। পেট্রোলের খুচরা বিক্রয় মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিভিন্ন কারণ জ্বালানির দাম প্রভাবিত করে। এর মধ্যে রয়েছে রুপি থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বাড়ে, ভারতে দাম বাড়ে।

বিভিন্ন কারণ জ্বালানির দাম বিশেষত পেট্রোলের দাম প্রভাবিত হয়। এর মধ্যে রয়েছে টাকা থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়, তখন ভারতে দাম বেড়ে যায়। আবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেছে জ্বালানি তেলের দাম অনেক সময় কমিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ

ভারতের সমালোচনা করে গোপনে রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনছে ইউরোপ, যুদ্ধের সময় বাণিজ্য বেড়েছে বহুগুণ

ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক থেকে পেতে পারেন মোটা টাকা! এসবিআই সহ তিনটি বড় ব্যাঙ্ক দিচ্ছে এই সুবিধা

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে আলোচনার দাবি, বিজেপির সাংসদ সাজা পেলেও পদ যায় না? প্রশ্ন আধীরের

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে শুভেন্দু, দেখুন সরাসরি
Suvendu Adhikari : স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাংলাদেশের হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন