পেট্রোল আর ডিজেলের দাম কলকাতায় কি বাড়ল? সঙ্গে দেখে নিন দেশের আরও তিন বড় শহরের জ্বালানি তেলের দাম

কলকাতার সঙ্গে দেশের আরও তিন বড় শহরের পেট্রোল আর ডিজেলের আজকের দাম দেখে নিন। জানুন দাম বাড়ল না কমল।

 

বৃহস্পতিবার কলকাতা ও দেশের প্রধানপ্রধান শহরগুলির পেট্রোল ও ডিজেলের দাম এক নজরে দেখে নিন। কলকাতা-সহ দেশের মেট্রোসিটিগুলিতে গতকালের মতই রয়েছে পেট্রোল আর ডিজেলের দাম। তেমন কোনও পরিবর্তন হয়নি।

কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১-৬ টাকা ০৩ পয়সা। আর কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৯২. ৭৬ পয়সায়। দুটি দামই তেমন কোনও পরিবর্তন হয়নি।

Latest Videos

আসুন এবার দেখেনিন দেশের অন্য চারটি মেট্রোসিটির পেট্রোল আর ডিজেলের দাম

শহর পেট্রোল ডিজেল

চেন্নাই ১০২.৬৩ টাকা ৯৪.২৪ টাকা

দিল্লি ৯৬.৭২ টাকা ৮৯.৬২ টাকা

মুম্বই ১১১.৩৫ টাকা ৯৭.২৮ টাকা

পেট্রোল আর ডিজেলের দাম ভারতে প্রতিদিনের ভিত্তিতে পরিবর্তন করা হবে। দুটি জ্বালানিতের দামই সকাল ৬টায় পরিবর্তন করা হয়। বিশ্বব্যপী তেলের দাম ঘোষণার মাত্র এক মিনিট পরেই এই দেশের পেট্রোল আর ডিজেসের দৈনিক দাম নির্ধারণ করা হয়। জ্বালানি দামের মধ্যে আবগারি শুল্ক, মূল্য সংযোগন করা হয়। ডিলালের কমিশনও এই দামের মধ্যে ধরা হয়ে থাকে। বিভিন্ন রাজ্যে ভ্যাট চার্জ বিভিন্ন আর সেক্ষেত্রে দামের পরিবর্তন করা হয়ে থাকে। পেট্রোলের খুচরা বিক্রয় মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিভিন্ন কারণ জ্বালানির দাম প্রভাবিত করে। এর মধ্যে রয়েছে রুপি থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বাড়ে, ভারতে দাম বাড়ে।

বিভিন্ন কারণ জ্বালানির দাম বিশেষত পেট্রোলের দাম প্রভাবিত হয়। এর মধ্যে রয়েছে টাকা থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়, তখন ভারতে দাম বেড়ে যায়। আবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেছে জ্বালানি তেলের দাম অনেক সময় কমিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ

কুয়াশাকে সঙ্গী করেই ঘুম ভাঙল কলকাতার, জাঁকিয়ে শীতের সম্ভাবনা অনেকটাই কম

যোশীমঠ ডুবছে, এই অবস্থায় কোথায় রাখা হবে শিব-বিষ্ণুর বিপুল ঐশ্বর্য? চিন্তায় কর্তৃপক্ষ

যাত্রাশেষ! হঠাৎ করেই নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News