লক্ষ্মীবারেও অব্যহত জ্বালানির জ্বালা, দেখে নিন আজ কলকাতায় কতয় বিকোচ্ছে পেট্রল-ডিজেল

এনসিআর নয়ডা সিটিতে পেট্রল ও ডিজেল যথেষ্ট সস্তা হয়েছে। গাজিয়াবাদে আবার খানিকটা বেড়েছে জ্বালানির দামে। পাশাপাশি লখনউতেও বেড়েছে জ্বালানির দাম। কলকাতায় জ্বালানির দাম আরও একদিন স্থির রয়েছে।

লক্ষ্মীবারেও অব্যহত জ্বালানির জ্বালা। বিশ্ববাজারে তেলের দামে মন্দা দেখা দিলেও দেশ জুড়ে স্থির রইল জ্বালানির দাম। প্রত্যেক দিনের মতো আজও সরকারি তেল সংস্থাগুলির তরফে প্রকাশিত হল পেট্রল ও ডিজেলের দাম। বিশ্ববাজারে আজ ব্রেন্ট ক্রুডের দাম পৌঁছল ৭৮ ডলারে। তবে দেশীয় বাজারে বৃহস্পতিবারও বদল এলো না পেট্রল ডিজেলের দামে। তবে এনসিআর নয়ডা সিটিতে পেট্রল ও ডিজেল যথেষ্ট সস্তা হয়েছে। গাজিয়াবাদে আবার খানিকটা বেড়েছে জ্বালানির দামে। পাশাপাশি লখনউতেও বেড়েছে জ্বালানির দাম। কলকাতায় জ্বালানির দাম আরও একদিন স্থির রয়েছে।

কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক। পেট্রলে প্রতি লিটার ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা করে আবগারি শুল্ক কমানো হয়। যার ফলে কমেছিল পেট্রল ডিজেলের দামও। দীর্ঘদিন ধরে দেশের মেট্রো শহরগুলিতে একই দামে বিকোচ্ছে জ্বালানি। আজ দেশের চার মহানগরীতে কত দামে বিকোচ্ছে পেট্রল-ডিজেল? কলকাতা, দিল্লি, মুম্বই এই তিন মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের পেট্রলের দাম লিটার প্রতি ১০২.৮৬ টাকা ও ডিজেল প্রতি লিটার ৯৪.৪৬ টাকা

Latest Videos

আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য বড় শহরগুলিতেও জ্বালানির দামে বিশেষ পরিবর্তন দেখা গেল না। ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।

তবে সম্প্রতি দেশের তিন শহরে বদল এসেছিল তেলের দামে। কোন কোন শহরে জ্বলানির দামে বদল এসেছিল? নয়ডায় পেট্রলের দাম ২৭ পয়সা বেড়ে লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ৯৬.৯২ টাকা। ডিজেলের দামও বেড়েছে ২৬ পয়সা। নতুন দাম ৯০.০৮ টাকা প্রতি লিটার। গাজিয়াবাদের লিটার প্রতি পেট্রলের দাম কমল ৩২ পয়সা। নয়া দাম দাঁড়িয়েছে ৯৬.২৬ টাকায়। ডিজেলের দাম ৩০ পয়সা কমে হল ৮৯.৪৫ টাকা। লখনউতে পেট্রলের দাম ১৪ পয়সা কমে হল ৯৬.৪৩ টাকা লিটার। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯.৬৩ টাকা প্রতি লিটার।

আরও পড়ুন - 

মাসের শেষে লক্ষ্মীবারে সোনা ও রূপোর দাম কোথায় ঠেকল, জেনে নিন কলকাতার আজকের দর

পিপিআই মার্চেন্টে ইউপিআই-এর মাধ্যমে লেনদেন! এখন থেকে দিতে হবে অর্থ

সরকারের ১৪ হাজার কোটি টাকা দিয়ে দেশকে উজ্জ্বল করবে টাটা আম্বানি জিন্দাল গ্রুপ, হবে এক লক্ষ কর্মসংস্থান

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M