Defence Budget: চিন পাকিস্তানের ঘুম ওড়াতে প্রতিরক্ষাখাতে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি, বাজেটকে স্বাগত রাজনাথের

নির্মলা সীতারমণের পেশ করা প্রতিরক্ষা বাজেটকে স্বগত জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, এটাই সর্বোচ্চ বাজেট বরাদ্দ।

 

Saborni Mitra | Published : Jul 23, 2024 1:57 PM IST / Updated: Jul 23 2024, 07:32 PM IST
111
প্রতিরক্ষা বাজেট

নির্মলা সীতারমণে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। সেখানে প্রতিরক্ষা বাজেটও পেশ করেন তিনি।

211
প্রতিরক্ষা বাজেট

চলতি অর্থবর্ষে প্রতিরক্ষাখাতে বরাদ্দ করা হয়েছে ৬২১.৯৪০ কোটি টাকা।

311
অন্তবর্তী বাজেটের তুলনা

ফেব্রুয়ারিতে পেশ করা অন্তবর্তী বাজেটের তুলনায় ৫০০ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

411
রাজনাথ স্বাগত জানিয়েছেন

প্রতিরক্ষা বাজেটকে স্বাগত জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এটাই সর্বোচ্চ বরাদ্দ। কেন্দ্রীয় বাজেটের ১৩ শতাংশ প্রতিরক্ষাক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে।

511
রাজনাথের বার্তা

প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ৬২১.৯৪০.৮৫ কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়ার জন্য তিনি অর্থমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। ২০২৪ সালের ভারত সরকারের মোট বাজেটের ১২.৯ শতাংশই প্রতিরক্ষার খাতে বরাদ্দ করা হয়েছে।

611
আত্মনির্ভর ভারত গঠনে জরুরি

রাজনাথ বলেছেন, এই বাজেট প্রতিরক্ষা ব্যবস্থাকে আত্ননির্ভর করবে। আত্ম নির্ভর ভারত গঠনে গতি আসবে। সরকারি সংস্থাগুলির পাশাপাশি বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলিকেও সক্রিয় করবে এই বাজেট।

711
বিআরও-র উন্নতিতে বরাদ্দ

প্রতিরক্ষা বাজাটে উল্লেখযোগ্য হল বর্ডার রোড অর্গানাইজেশনকে আরও চাঙ্গা করা। ৩০ শতাংশ বুস্ট দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় রাস্তা নির্মাণ দেশের সাধারণ মানুষের পাশাপাশি সেনা বাহিনীর জন্যও গুরুত্বপূর্ণ।

811
বিআরও-র উন্নতি

সরকার সর্বাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত এলাকা এবং সংবেদনশীল অঞ্চলে অবকাঠামো উন্নয়ন অব্যাহত রাখবে।

911
বিআরও-র জন্য বরাদ্দ

BRO-তে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ আমাদের সীমান্ত পরিকাঠামোকে আরও ত্বরান্বিত করবে বলেও আশা প্রকাশ করেছেন রাজনাথ সিং।

1011
বাকি ক্ষেত্রে বরাদ্দ

উপরন্তু, ৯১৩ মিলিয়ন ভারতীয় কোস্ট গার্ড এবং ২.৮৫ বিলিয়ন ডলার প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) বরাদ্দ করা হয়েছে।

1111
জিডিপির ২ শতাংশ নিচে

প্রতিরক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি সত্ত্বেও ভারতের প্রতিরক্ষা বাজেট এখনও দেশের জিডিপির ২ শতাংশ নিচে রয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos