গ্রাহকদের কথা ভেবে সস্তা প্ল্যান ফিরিয়ে আনল Jio, ১৮৯ টাকায় মিলবে কল-সহ অন্যান্য সুবিধা

Published : Feb 01, 2025, 11:58 AM IST
Jio 8th Anniversary

সংক্ষিপ্ত

Jio ব্যবহারকারীদের জন্য সুখবর! ১৮৯ টাকার নতুন প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ৩০০ টি এসএমএস, JioTV, JioCinema, JioCloud সাবস্ক্রিপশন উপলব্ধ। ২০০ টাকার কমে ডেটা সহ ২৮ দিনের ভ্যালিডিটি চাইলে এই প্ল্যানটি বেছে নিন।

Jio ব্যবহারকারীদের জন্য সুখবর। ভারতের বৃহত্তম টেলিকম অপারেটরটি একটি নতুন ভ্যালু প্ল্যান লঞ্চ করেছে। কিছুদিন আগেই প্রিপেট প্ল্যানের ভ্যালু ক্যাটাগরি থেকে ডেটা বেনিফিট সহ আসা সমস্ত প্ল্যান পুরোপুরি সরিয়ে দেয় Reliance Jio। তবে, এখন সংস্থাটি ভ্যালু প্যাক বিভাগের মধ্যে একটি উপ বিভাগে তৈরি করে ১৮৯ টাকার প্ল্যানটি তালিকাভুক্ত করেছে। এবার আপনারা ফের রিচার্জ করতে পারবেন ১৮৯ টাকার। ২০০ টাকার কমে যারা ডেটা সহ ২৮ দিনের ভ্যালিডিটি প্যাক ভরতে চান তারা এই প্ল্যানটি বেছে নিন। এতে সীমিতা ডেটা, আনলিমিটেড কলিং, এসএমএস-র সুবিধা পাবেন।

জিও ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান দেখে নিন-

জিওর ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান করলে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে দেওয়া হবে মোটা ২ জিবি হাই স্পিড ডেটা। আপনি যদি সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করেন বা অনলাইনে ভিডিও না দেখে তাহলে ২৮ দিন স্বাচ্ছন্দ্যে তা ব্যবহার করতে পারবেন। ১৮৯ টাকার রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং-র সুবিধা আছে। ২৮ দিনের জন্য মোট ৩০০টি এসএমএস পাবেন। এছাড়াও মিলবে বাড়তি সুবিধা। জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পাবেন।

তেমনই ২৮ দিনের সবচেয়ে সস্তা প্যানের মূল্য ছিল ২৪৯ টাকা। এখন রোজ ১ জিবি ডেটা সহ আনলিমিটেড কল ও এসএমএস-র সুবিধা পাবেন। এবার থেকে আপনিও রিচার্জ করতে পারেন এই প্যাক। বিস্তর সুবিধা মিলবে। গ্রাহকদের কথা মাথায় রেখে একাধিক প্যাক এসেছে। আরও একাধিক প্যাক রয়েছে। কোনও প্যাকে মিলবে বিস্তর নেট তো কোনও প্যাকে মিলবে। এরই সঙ্গে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রি-তে মিলছে।  Jio ব্যবহারকারীদের জন্য সুখবর এসেছে। এই সকল সুবিধা মিলছে কম টাকাতে । কম দিনের প্যাক রিচার্জ করাতে চাইলে করাতে পারেন ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান। ৮ দিনের ভ্যালিডিটি সহ ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ৩০০ টি এসএমএস, JioTV, JioCinema, JioCloud সাবস্ক্রিপশন পাবেন এই প্ল্যানে। 

 

PREV
click me!

Recommended Stories

জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই ২০২৬ থেকে মিলবে একাধিক সুবিধা! গ্রাহক হলে অবশ্যই জানুন
২০২৫ সালে ৪৫ শতাংশ ভারতীয় সংস্থাগুলি এআই নির্ভরতার প্রাথমিক পর্যায়ে রয়েছে, জানাচ্ছে রিপোর্ট