ভারতের মধ্যবিত্তদের উন্নতি চরমে, আয়কর দানে দেশের সেরার তালিকায় পশ্চিমবঙ্গ

চলতি বছরে কেন্দ্র সরকারের নথিভুক্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, ভারতে আয়কর ফেরতের পরিমাণ প্রায় ৭ কোটি ৩ লক্ষ থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৭ কোটি ৮ লক্ষের কাছাকাছি। তাও আবার মাত্র ১ বছরের মধ্যে।

স্বাধীনতার ৭৭ তম বর্ষপূর্তিতে এক উন্নততর ভারতের আশা দেখাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্ট। বিশ্ব বাজারে ভারতের অবস্থান যে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে, তা বুঝিয়ে দিচ্ছে এই রিপোর্ট। ২০২৩ সালের আয়কর ফেরতের তথ্য সমাজের এমন একটা অবস্থাকে প্রতিফলিত করছে, যা সমগ্র দেশবাসীকে আরও বেশি কিছু অর্জন করতে উৎসাহিত করে।

চলতি বছরের তথ্য বলছে যে, গ্রেট ইন্ডিয়ান মিডল ইনকাম ক্লাসের ক্রমাগত উত্থান খুবই গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট। ট্যাক্স ফাইলার বেস হিসাবে এগিয়ে যাওয়ার জন্য ভারতকে একটি মধ্যম আয়ের অর্থনীতিতে এগিয়ে নিয়ে চলেছে। প্রায় ৭ কোটি করযোগ্য কর্মশক্তি বা কর প্রদানের যোগ্য কর্মশক্তির অংশ বৃদ্ধি পেয়ে ২২.৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৩ শতাংশে।

Latest Videos

ITR (Income Tax Return) ফাইলারদের ২৫ শতাংশ FY47 এর মধ্যে সর্বনিম্ন আয়ের স্তর ছেড়ে চলে যাবে বলে আশা করা হচ্ছে। ২০১৪ সালের রিপোর্ট অনুযায়ী মানুষের গড় আয় ছিল ৪.৪ লক্ষ টাকা (আইটিআর রিটার্নের ভিত্তিতে), যা এখন বেড়ে হয়েছে ১৩ লক্ষ টাকা। উচ্চ আয়ের গোষ্ঠীর পাশাপাশি কর-দাতাদের সংখ্যা বৃদ্ধি হয়েছে। যারা আগে আয়ের রিপোর্ট করছিলেন না, তাঁরাও এবার কর দিচ্ছেন। অর্থাৎ, ভারতে মধ্যবিত্ত মানুষের ক্রমশ উন্নতি হচ্ছে। SBI-এর এই সাম্প্রতিক রিপোর্ট সমগ্র ভারতবাসীর জন্য এক অত্যন্ত উন্নয়নমূলক সম্ভাবনার পরিচয় দিচ্ছে। আগামী দিনে ২০৪৭ সালের মধ্যে মাথাপিছু প্রত্যেক রোজগেরে ভারতবাসীর আয় প্রায় ৫০ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

২০২৩ অর্থবছরে ইনকাম ট্যাক্স দাখিল করা রাজ্য অনুসারে ITR রিপোর্ট দেখায় যে, সবচেয়ে বেশি কর দিয়েছে ভারতের মোট ৫টি রাজ্য। এদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। বাংলার পাশাপাশি সেরার তালিকায় রয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট এবং রাজস্থান। দেশের মোট আয়কর রিটার্নের প্রায় ৪৮ শতাংশ গিয়েছে এই রাজ্যগুলি থেকে। মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের মতো ছোট রাজ্যগুলিতেও শেষ ৯ বছরে আয়কর দেওয়ার হার বেড়েছে প্রায় ২০ শতাংশ। 


আরও পড়ুন-

Questions on Sex: সন্তান যৌনতার বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেবেন কীভাবে? জেনে নিন ৬টি উপায়
পুজো করার সময় চোখ থেকে জল পড়া বা হাত পুড়ে যাওয়া কি অশুভ লক্ষণ? জেনে নিন এখনই
Weather News: নিম্নচাপের ফাঁড়া কাটলেও বৃষ্টি অব্যাহত, শুক্রবার পশ্চিমবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
Gold Price: শুক্রবার এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনা রুপোর দাম

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today