ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন দেশের ৪১ কোটি অ্যাকাউন্ট হোল্ডার।
বর্তমানে টাকা ট্রানজাকসন মানেই ইউপিআই। গুগল পে, ফোনপে, পেটিএম-এর মতো থার্ড পার্টি অ্যাপের সাহায্যে অনলাইন পেমেন্ট এখন হয়ে গিয়েছে হাতের মোয়া। এই অ্যাপেগুলি মূলত সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে। তবে এবার আশঙ্কার কথা শোনালো এসবিআই। বহু গ্রাহকই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে গুগল পে, ফোনপে, পেটিএম-এর মতো অ্যাপ ব্যবহার করেন। তবে এবার গ্রাহকদের জন্য বড় ঘোষণা দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন দেশের ৪১ কোটি অ্যাকাউন্ট হোল্ডার।
স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে তাঁদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল (পূর্বতন টুইটার)-এ একটি পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে প্রযুক্তি আপগ্রেড করার প্রক্রিয়া চলার জন্য ইউপিআই পরিষেবা বিঘ্নিত হতে পারে। শীঘ্রই এবিষয় পরবর্তী আপডেট দেওয়া হবে বলেও জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পরই ইউপিআই ব্যবহারে অসুবিধার কথা জানিয়েছেন বহু গ্রাহকও। অনেকেই আবার জানতে চেয়েছেন সার্ভার কত ঘণ্টার মধ্যে আবার ঠিক হবে?