Hurun India Rich List: আদানি আম্বানিদের টক্কর দিচ্ছেন শাহরুখ খান? দেখুন ভারতীয় ধনকুবেরদের লম্বা তালিকা

২০২৪ সালের হারুন ধনীদের তালিকায় স্থান করে নিয়েছেন শাহরুখ খান। তালিকায় শীর্ষে রয়েছেন গৌতম আদানি ও মুকেশ আম্বানি।
Saborni Mitra | Published : Aug 29, 2024 11:29 AM IST
112
তালিকায় শাহরুখ খান

২০২৪ সালের হারুন ধনীদের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউস সুপারস্টার শাহরুখ খান। ৫৮ বছরের শাহরুখ খান রুপোলি পর্দার বাইরেও নিজের একটি ব্যবসায়িক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন।

212
শাহরুখের সম্পদের পরিমাণ

শাহরুখ খানের সম্পদের পরিমাণ ৭৩০০ কোটি টাকা। সিনেমা বা বিজ্ঞাপন থেকে আয় ছাড়াও শাহরুখনের আয়ের উৎস তাঁর প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেনইনমেন্ট। ও ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স।

312
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের অনুগামীর সংখ্যা ৪৪.১ মিলিয়ন।

412
হারুন ধনীর তালিকায়

এই তালিকায় শীর্ষে রয়েছেন,ভারতীয় দুই কোটি কোটিপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি

512
শীর্ষে আদানি

মুকেশ আম্বানিদের টক্কর দিয়ে তালিকাশ শীর্ষে উঠে এসেছেন গৌতম আদানি। তাঁদের সম্পদের পরিমাণে ১১৬১৮০০ কোটি টাকা।

612
দ্বিতীয় স্থানে

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানি ও তাঁর পরিবার। সম্পদের পরিমাণ ১.০১৪৭০০ কোটি টাকা।

712
ভারতে হাজার কোটির সম্পত্তি

২০২৪ সালের হারুন ইন্ডিয়া ধনী তালিকা অনুযায়ী ভারতে ১৫৩৯ জন রয়েছে যাদের মোট সম্পদের পরিমাণ ১০০০ কোটি টাকা বা তারও বেশি। গত বছরের তুলনায় ২২০ জন বেড়েছে।

812
কম বয়সী বিলিয়নেয়ার

তালিকায় কমবয়সী বিলিয়নেটার হলেন কুইক কমার্স স্টার্ট-আপ জেপটোর দুই প্রতিষ্ঠাতা কৈবল্য ভোহরা (২২) ও আদিত্য পালিচা (২৩)।

912
মহিলা উদ্যোক্তা

তালিকায় সর্বকণিষ্ঠ মহিলা উদ্যোক্তা হিসেবে জায়গা করে নিয়েছেন ৪২ বছরের নেতা বানসাল। তিনি লেন্সকার্টের সহপ্রতিষ্ঠাতা।

1012
বলিউডের দাপাট

হারুন ধনী ইন্ডিয়াতেও বলিউডের দাপট অব্যহত রয়েছে। তালিকায় জায়গা করে নিয়েছেন অমিতাভ বচ্চন, জুহি চাওলা ও হৃত্বিক রোশন।

1112
ধনকুবেরদের বাস

তালিকা অনুযায়ী ভারতের সবথেকে বেশি ধনকুবের বাস মুম্বইকে। এছাড়াও তালিকায় ১৩৪টি শহরের বাসিন্দাদের নামও রয়েছে।

1212
হারুন প্রধানের বক্তব্য

হারুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান জুনায়েদ বলেন, ভারত এশিয়ার সম্পদ তৈরির ইঞ্জিন হিসেবে আবির্ভূত হচ্ছে! যেখানে চীন তার বিলিয়নেয়ারের সংখ্যা ২৫ শতাংশ হ্রাস পেয়েছে, ভারত ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, রেকর্ড ৩৩৪বিলিয়নেয়ারে পৌঁছেছে।"

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos