Gold Price: শনিবার কমতির দিকেই রইল সোনা-রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট

Published : Aug 12, 2023, 07:19 AM IST
Gold Rate

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। বিগত মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১২ অগাস্ট শনিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৪৭০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম ৪৩,৭৬০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,৭০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৪৭,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৪৭০ টাকা

৮ গ্রাম - ৪৩,৭৬০ টাকা

১০ গ্রাম - ৫৪,৭০০ টাকা

১০০ গ্রাম - ৫,৪৭,০০০ টাকা

অন্যদিকে, ১২ অগাস্ট ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,৯৫১ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৭,৬০৮ টাকা। ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম, ৫৯,৫১০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম ৫,৯৫,১০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৯৫১ টাকা

৮ গ্রাম - ৪৭,৬০৮ টাকা

১০ গ্রাম - ৫৯,৫১০ টাকা

১০০ গ্রাম - ৫,৯৫,১০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম নীচের দিকে রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শনিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম: ৭৩ টাকা

৮ গ্রাম: ৫৮৪ টাকা

১০ গ্রাম: ৭৩০ টাকা

১০০ গ্রাম: ৭,৩০০ টাকা

আরও পড়ুন-

Weather News: মৌসুমী অক্ষরেখার দোসর শক্তিশালী ঘূর্ণাবর্ত, শনিবার বৃষ্টির ঝোড়ো ইনিংস
Durga Puja: পার্থ চট্টোপাধ্যায়ের বদলে অরূপ বিশ্বাস! নাকতলা উদয়নের দুর্গাপুজোয় বদলের হাওয়া

Independence Day 2023: গাড়িতে জাতীয় পতাকা লাগালেই জেল হতে পারে, জেনে নিন পতাকা লাগানোর অধিকার শুধুমাত্র কাদের আছে

Photos Vastu Direction: বাড়িতে কোনও ছবি টাঙালে ৮টি মারাত্মক ভুল অবশ্যই এড়িয়ে চলুন

PREV
click me!

Recommended Stories

Gold Price: বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Large থেকে Flexi Cap, কোন ফান্ডের কেমন রিটার্ন বিগত বছরে? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩৩