Gold Silver Price: বুধবার ফের নিম্নমুখী সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট

Published : Jun 14, 2023, 07:01 AM ISTUpdated : Jun 14, 2023, 12:42 PM IST
Gold Silver Rate

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১৪ জুন বুধবার ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৫৪০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৩২০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৪০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ কমে গিয়েছে। বুধবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫৪,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৫৪০ টাকা

৮ গ্রাম - ৪৪,৩২০ টাকা

১০ গ্রাম - ৫৫,৪০০ টাকা

১০০ গ্রাম - ৫,৫৪,০০০ টাকা

অন্যদিকে ১৪ জুন তারিখে ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৬,০৪৫ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৩৬০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,৪৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বুধবার কমে হয়েছে ৬,০৪,৫০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,০৪৫ টাকা

৮ গ্রাম - ৪৮,৩৬০ টাকা

১০ গ্রাম - ৬০,৪৫০ টাকা

১০০ গ্রাম - ৬,০৪,৫০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে কমতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো বুধবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৪.১০ টাকা

৮ গ্রাম - ৫৯২.৮০ টাকা

১০ গ্রাম - ৭৪১ টাকা

১০০ গ্রাম - ৭,৪১০ টাকা

আরও পড়ুন -

Weather News: কোথাও একটানা বৃষ্টি, কোথাও একটানা গরম, বিপরীত আবহাওয়ায় ভুগবে পশ্চিমবঙ্গ
কবর দেওয়ার আগে কফিনের ভেতরেই নড়ে উঠল মৃতদেহ, ইকুয়েডরে চাঞ্চল্যকর ঘটনা

২৩ বছর পর দার্জিলিংয়ে আয়োজিত হচ্ছে পঞ্চায়েত ভোট, ৮টি দল জোট বেঁধেছে তৃণমূলের বিরুদ্ধে

PREV
click me!

Recommended Stories

ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ
Gold Price Today: লক্ষ্মীবারে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?