- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: কোথাও একটানা বৃষ্টি, কোথাও একটানা গরম, বিপরীত আবহাওয়ায় ভুগবে পশ্চিমবঙ্গ
Weather News: কোথাও একটানা বৃষ্টি, কোথাও একটানা গরম, বিপরীত আবহাওয়ায় ভুগবে পশ্চিমবঙ্গ
- FB
- TW
- Linkdin
২০২৩ সালে যথেষ্ট দেরি করে পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা। এবছর কেরলে বর্ষা ঢুকেছে প্রায় ৭ দিন দেরি করে।
৮ জুন কেরলে বর্ষা ঢুকলেও পশ্চিমবঙ্গে এখনও পুরোপুরিভাবে বর্ষা ঢুকে যাওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
ফলত, বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে মেঘ জমে বৃষ্টি হলেও দুঃসহ গরমের জ্বালানি অব্যাহত থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
মৌসম ভবন জানাচ্ছে যে, অন্তত আসন্ন দু-তিন দিনে দক্ষিণবঙ্গে ভালোরকম বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বঙ্গোপসাগরের ওপরেও নিম্নচাপ হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। উলটে, পশ্চিমাঞ্চলের ৭ জেলায় তাপপ্রবাহ বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।
তাপপ্রবাহের জন্য বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অপরদিকে, উত্তরবঙ্গে একটানা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে আগামী ১৭ জুন পর্যন্ত পার্বত্য বঙ্গে বৃষ্টিপাত ঘটাবে বলে জানা গেছে।
আরও পড়ুন-
কবর দেওয়ার আগে কফিনের ভেতরেই নড়ে উঠল মৃতদেহ, ইকুয়েডরে চাঞ্চল্যকর ঘটনা
২৩ বছর পর দার্জিলিংয়ে আয়োজিত হচ্ছে পঞ্চায়েত ভোট, ৮টি দল জোট বেঁধেছে তৃণমূলের বিরুদ্ধে