Gold Silver Price: শনিবার বেড়ে গেল সোনা-রুপোর দর, জেনে নিন আজকের লেটেস্ট আপডেট

Published : Jun 17, 2023, 07:06 AM ISTUpdated : Jun 17, 2023, 07:38 AM IST
Sovereign Gold Bond

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১৭ জুন শনিবার ২২ ক্যারট সোনার দাম বেড়ে গেছে প্রতি গ্রামে ৪০ টাকা করে। ১ গ্রামের দাম হয়েছে ৫,৫১০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,০৮০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,১০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বেড়ে গিয়েছে। শনিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫১,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৫১০ টাকা

৮ গ্রাম - ৪৪,০৮০ টাকা

১০ গ্রাম - ৫৫,১০০ টাকা

১০০ গ্রাম - ৫,৫১,০০০ টাকা

অন্যদিকে ১৭ জুন তারিখে ২৪ ক্যারট সোনার দাম বেড়ে গেছে প্রতি গ্রামে ৪৪ টাকা করে। সোনার ১ গ্রামের দাম হয়েছে ৬,০১১ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,০৮৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,১১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শনিবার বেড়ে হয়েছে ৬,০১,১০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,০১১ টাকা

৮ গ্রাম - ৪৮,০৮৮ টাকা

১০ গ্রাম - ৬০,১১০ টাকা

১০০ গ্রাম - ৬,০১,১০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম একই রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শনিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৩.১০ টাকা

৮ গ্রাম - ৫৮৪.৮০ টাকা

১০ গ্রাম - ৭৩১ টাকা

১০০ গ্রাম - ৭,৩১০ টাকা

আরও পড়ুন -

জুন মাসে কোন শহরে ঊর্ধ্বমুখী হল জ্বালানির দাম? দেখে নিন শনিবারের পেট্রোল-দর
Weather News: দিনের শুরুতেই বজ্রবিদ্যুৎসহ ঝেঁপে বৃষ্টি, শনিবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

শিশুদের শরীরে বাড়ছে বিপদ, ভারতে ১০ কোটিরও বেশি মানুষ মারাত্মক ডায়াবেটিসে আক্রান্ত

PREV
click me!

Recommended Stories

Largest Investment in Asia: মাইক্রোসফটের বিশাল বিনিয়োগ ভারতে, যা হতে চলেছে এশিয়ায় বৃহত্তম বিনিয়োগ
১, ২, ৫, ১০, ২০ টাকার কয়েন নাকি বাতিল করল RBI? বড় খবর জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক