- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: দিনের শুরুতেই বজ্রবিদ্যুৎসহ ঝেঁপে বৃষ্টি, শনিবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
Weather News: দিনের শুরুতেই বজ্রবিদ্যুৎসহ ঝেঁপে বৃষ্টি, শনিবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে মেঘ জমে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
| Published : Jun 17 2023, 06:45 AM IST
- FB
- TW
- Linkdin
শনিবার দিনের শুরুতেই কলকাতার আকাশ মেঘলা। সাতসকালে শহরতলিতে বজ্রবিদ্যুৎসহ ঝেঁপে বৃষ্টি।
তবে, আপাতত বর্ষা আসতে আরও দু’একদিন সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ফলে আপাতত ঘর্মাক্ত পরিবেশ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়।
পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে মেঘ জমে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমা প্রসঙ্গে আশার বার্তা দিয়েছে হাওয়া অফিস। ১৯ জুন সোমবার থেকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।
১৯ থেকে ২১ জুন দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ বাড়লে, বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে।
১৯ ও ২০ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। এর প্রভাবে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
অপরদিকে, উত্তরবঙ্গে একটানা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে পার্বত্য বঙ্গে বৃষ্টিপাত ঘটাবে বলে জানা গেছে। এই বৃষ্টি ১৯ জুন আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন-
Anurag Kashyap Sunny Leone: অনুরাগ কাশ্যপের সাথে সানি লিওন, ‘কেনেডি’ প্রসঙ্গে সিডনিতে গুঞ্জন
শিশুদের শরীরে বাড়ছে বিপদ, ভারতে ১০ কোটিরও বেশি মানুষ মারাত্মক ডায়াবেটিসে আক্রান্ত
আজ থেকেই দারুণ সৌভাগ্য পেতে চলেছেন ৬টি রাশি জাতকরা, বুধ গ্রহ থেকে তৈরি হচ্ছে গজকেশরী রাজ যোগ