Gold Silver Price: সোমবারের পর মঙ্গলবার ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

৯ মে মঙ্গলবার প্রতি গ্রামে ১১ টাকা করে বেড়ে গেছে ২২ ক্যারট সোনার দাম। ১ গ্রামের দাম হয়েছে ৫,৬৬০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৬০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫,২৮০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বাড়তির দিকে। মঙ্গলবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬৬,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬৬০ টাকা

৮ গ্রাম - ৪৫,২৮০ টাকা

১০ গ্রাম - ৫৬,৬০০ টাকা

১০০ গ্রাম - ৫,৬৬,০০০ টাকা

অন্যদিকে মঙ্গলবারে প্রতি গ্রামে ১২ টাকা করে দাম বেড়েছে ২৪ ক্যারট সোনারও। ৯ মে ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১৭৫ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৯,৪০০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬১,৭৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম মঙ্গলবার বেড়ে হয়েছে ৬,১৭,৫০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,১৭৫ টাকা

৮ গ্রাম - ৪৯,৪০০ টাকা

১০ গ্রাম - ৬১,৭৫০ টাকা

১০০ গ্রাম - ৬,১৭,৫০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো মঙ্গলবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৮.১০ টাকা

৮ গ্রাম - ৬২৪.৮০ টাকা

১০ গ্রাম - ৭৮১ টাকা

১০০ গ্রাম - ৭,৮১০ টাকা

আরও পড়ুন -

Digital India: ভারতে ইন্টারনেট ব্যবহারে ব্যাপক বৃদ্ধি, শহরের তুলনায় গ্রামেগঞ্জেই ডিজিটালে ঝোঁক বেশি
ব্রিটিশদের জুতো চাটার জন্যই মা দুর্গার পুজো? বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন গর্গ চট্টোপাধ্যায়
শনিদেবের পূজা থেকে মা লক্ষ্মীর চরণে, ৬টি বিশেষ উপায়ে আপনার ভাগ্য খুলে দিতে পারে অপরাজিতা ফুল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল