দেশের মহিলাদের হাতে এখন কড়কড়ে ২১ হাজার টাকা! মোদী সরকারের এই স্কিমটি সম্বন্ধে জানেন?

Published : Feb 19, 2025, 03:58 PM IST

দেশের মহিলাদের আর্থ-সামাজিক দিক দিয়ে উন্নত করার লক্ষ্যেই এই স্কিমটি নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।

PREV
110
প্রকল্পটির নাম হল LIC Bima Sakhi Yojana

এই যোজনার মাধ্যমে মহিলারা ২১,০০০ টাকা করে পেয়ে থাকেন।

210
দেশের ১৮-৭০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে থাকেন

ক্লাস টেন পাস করা মহিলাদের এখানে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। 

310
প্রথমে এই স্কিমে মহিলাদের তিন বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়

এই সময় তাদের বিমা সম্পর্কে একটি ধারণা তৈরি করা হয় এবং শেখানো হয়।

410
এমনকি, প্রশিক্ষণ চলাকালীন মহিলাদের ইনসেনটিভও দেওয়া হয় এই স্কিমে

সেই প্রশিক্ষণের পর, তারা এলআইসি এজেন্ট হিসেবে নিয়োগও হতে পারেন।

510
সেইসঙ্গে, বিএ পাস করা মহিলারাও ডেভেলমপমেন্ট অফিসার হিসেবে সুযোগ পেতে পারেন

প্রশিক্ষণের সময়, প্রথম বছর ৭০০০ টাকা দেওয়া হয়। 

610
দ্বিতীয় বছরে দেওয়া হয় ৬০০০ টাকা

তৃতীয় বছরে পাওয়া যাবে ৫০০০ টাকা।

710
মিলবে বোনাস

তাছাড়া তাদের আলাদাভাবে বোনাস এবং কমিশনও দেওয়া হয়।

810
পরের বছর বিক্রি হওয়া পলিসির ৬৫% কার্যকর হলেই মহিলারা সেটি পেয়ে যাবেন

আবেদন করবেন কীভাবে?

910
LIC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://licindia.in/test2 দেখতে হবে

তারপর নিচে দেখানো 'Click here for Bima Sakhi'-তে ক্লিক করতে হবে।

1010
তারপর একটি নতুন পেজ সামনে আসবে

যেখানে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং ঠিকানার মতো বিষয়গুলি পূরণ করতে হবে। পাশাপাশি আপনি যদি কোনও এলআইসি এজেন্ট/ডেভেলপমেন্ট অফিসার/কর্মচারী/মেডিক্যাল এক্সামিনারের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহাওলে সেটিও বিবরণে লিখে দিন। তারপর ক্যাপচা কোড দিন এবং পুরো প্রসেসটি সম্পূর্ণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories