ভোটের আগেই হিমাচল প্রদেশের সরকারি কর্মচারীদের মুখে চওড়া হাসি। স্টেটহুড দিবসেই সুখবর পেল সরকারি কর্মীরা। ৩ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি পেয়ে দাঁড়াচ্ছে ৩১ শতাংশ, যা কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ-এর সমান।
ঠিক ভোটের আগেই হিমাচল প্রদেশের সরকারি কর্মচারীদের মুখে চওড়া হাসি। হিমাচল প্রদেশের স্টেটহুড দিবসেই (Statehood Day) একটি বিশেষ সুখবর পেল সরকারি কর্মীরা (Government Employee)। জয় রাম ঠাকুরের (Jay Ram Thakur) নেতৃত্বাধীন হিমাচল প্রদেশের সরকার সেই দিনই ঘোষণা করেছে ডিয়ারনেস অ্যালাউন্স (Dearness Allowance) বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধির (DA Hike) সিদ্ধান্ত নিয়েছে হিমাচল প্রদেশ (Himachalpradesh) সরকার তথা জয়রাম ঠাকুর। ডিএ বৃদ্ধির সম্ভবনার ঘোষণা হওয়ার পরই এখন খুশির হাওয়া সেই রাজ্যের সরকারি কর্মচারীদের মুখে। উল্লেখ্য, এতদিন পর্যন্ত হিমাচল প্রদেশের সরকারি কর্মীরা ২৮ শতাংশ ডিএ পেতেন। এবার ৩ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি পেয়ে ডিয়ারনেস অ্যালাউন্সের (DA) পরিমান দাঁড়াচ্ছে ৩১ শতাংশ। বলা বাহুল্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাও ৩১ শতাংশ ডিএ পেয়ে থাকেন। তাই বলা যেতেই পারে এবার থেকে কেন্দ্রীয় সরকারী কর্মীদের সঙ্গে ডিএ-র হিসাবে এক সরলরেখায় চলে এল হিমাচল প্রদেশের সরকারী কর্মীরাও।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের ডিএ বৃদ্ধির ঘোষণায় লাভবান হতে চলেছে প্রায় ২ লাখ ২৫ হাজার সরকারি কর্মচারী। এই কথা স্বীকার করেছে খোদ মুখ্যমন্ত্রী স্বয়ং। ডিএ বৃদ্ধির জন্য যে মোটা অঙ্কের টাকা খরচ করা হবে সেই টাকা রাজ্যের কোষাগার থেকেই খরচ করা হবে বলে সুত্রের খবর। প্রায় ৬ হাজার কোটি টাকা মত খরচ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। শুধু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্যই সুখবর নিয়ে আসেন নি জয় রাম ঠাকুর, বিপুল সুবিধা পেতে চলেছেন অবসরপ্রাপ্ত বেতনভোগী সরকারী কর্মচারীও। রাজ্যের প্রায় এক লাখ পঁচাত্তর হাজার অবসরপ্রাপ্ত বেতনভোগীদের জন্য পঞ্জাব প্যাটার্নে (Punjab Pattern) পেনশন দেওয়ার কথাও ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই খাতে খরচ হবে প্রায় ২ হাজার কোটি টাকা বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন-ভারতে প্রথম সাপ্তাহিক বেতনের রীতি চালু করে নজির গড়তে চলেছে ইন্ডিয়ামার্ট
আরও পড়ুন-২৬ জানুয়ারির আগেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের মুখে চওড়া হাসি,বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টর,বেতন বৃদ্ধির সম্ভবনা
আরও পড়ুন-7th pay Commission-ফের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সুখবর, বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টর
প্রসঙ্গত, হিমাচল প্রদেশের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণার আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। একইসঙ্গে যারা সেই রাজ্যে সরকারের অধীনে অস্থায়ী চাকরি করছেন সেই সকল কর্মীদেরও আগামী ২ বছরের মধ্যে স্থায়ী কর্মীর স্বীকৃতি দেওয়া হবে বলেও জানান হয়েছিল। এবার ডিএ বৃদ্ধি পেয়ে ৩১ শতাংশ হতে চলেছে। সব মিলিয়ে হিমাচল প্রদেশ সরকারের সিদ্ধান্তে খুশির হাওয়া সরকারি কর্মীমহলে। উল্লেখ্য, বিগত কয়েক বছরে পঞ্জাব, রাজস্থান সহ একাধিক রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছিল। এবার সেই তালিকায় নয়া সংযোজন হিমাচলপ্রদেশ।