দেশজুড়ে ধামাকাদার পতন,তিনদিন ধরে অব্যাহত সোনার দাম, জেনে নিন হলমার্কের বাজারদর

Published : Apr 04, 2022, 09:31 AM ISTUpdated : Apr 05, 2022, 09:54 AM IST
দেশজুড়ে ধামাকাদার পতন,তিনদিন ধরে অব্যাহত সোনার দাম, জেনে নিন হলমার্কের বাজারদর

সংক্ষিপ্ত

সারা দেশ জুড়েই সোনার দামে বড় চমক। একটানা তিনদিন ধরে ভারতীয় বাজারে অব্যাহত সোনার দাম।  মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েই সোনার দামে বড় চমক। চৈত্র মাস শেষ হতে খুব একটা বেশিদিন নেই। তারপরই বৈশাখ মাস মানেই বিয়ের মরশুম। আর এই সময়টাতে সোনা কেনার হিড়িক অনেকটাই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন বিয়ের মরশুমের আগেই এটা সোনা কেনা কেনার মোক্ষম সময়। সপ্তাহের শুরুতেই ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

সারা দেশ জুড়েই সোনার দামে বড় চমক। একটানা তিনদিন ধরে ভারতীয় বাজারে অব্যাহত সোনার দাম।  মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েই সোনার দামে বড় চমক। চৈত্র মাস শেষ হতে খুব একটা বেশিদিন নেই। তারপরই বৈশাখ মাস মানেই বিয়ের মরশুম। আর এই সময়টাতে সোনা কেনার হিড়িক অনেকটাই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন বিয়ের মরশুমের আগেই এটা সোনা কেনা কেনার মোক্ষম সময়। এপ্রিল  মাসের শুরুতে নয়া অর্থবর্ষেই ভারতে বেশ অনেকটাই দাম কমতে শুরু করেছে সোনার। তবে শুধু সোনাই নয়, রূপোর বাজারে বড় চমক। এমসিএক্স সূচকে অনেকটাই দাম কমেছে সোনার। সোনার দাম কমলে কিছু়টা হলেও যেন স্বস্তি থাকে মধ্যবিত্তের। 

পরপর তিনদিন সোনার দাম অব্যাহত রয়েছে। যার কারণে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে । ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ধাক্কা কাটিয়ে অনেকটাই দাম কমেছে সোনার। সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় ছিল সকলেই। তবে স্বস্তি দিয় অনেকটাই দাম কমেছে সোনার। ভারতীয় বাজারে  ৫১ হাজার টাকার উর্ধ্বেই রয়েছে ১০ গ্রাম পাকা সোনার দাম। চলতি সপ্তাহে পরপর তিনদিন ধরেই সোনার দাম একই রয়েছে। আগের তুলনায় কলকাতাতে ২২ ক্যারেট সোনার দাম বেশ অনেকটাই সস্তা হয়েছে। মাসের শুরুতেও ভারতীয় বাজারে দাম কমল সোনার।  ২২ ক্যারেট সোনার দাম ৫০ হাজারের অনেকটাই নীচে রয়েছে। তবে শুধু সোনা নয় বিগত কয়েকদিনের তুলনায় রূপোর দামেও বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে।আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের। বিয়ের মরশুমের আগে লাগাতার দাম কমায় মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।  সামনেই বৈশাখ মাস।  বিয়ের মরশুমে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। আর তার  মধ্যে সোনার দাম বাড়লে তা যেন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবার বিয়ের মরশুমের আগেই অনেকটাই দাম  কমল সোনার । যার ফলে মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরে আকাশছোঁয়া হয়েছিল সোনার দাম।  বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমেছে। তবে গতকালের তুলনায় আজ অনেকটাই সস্তা হয়েছে সোনা।  ভারতীয় বাজারে ফের অর্থবর্ষের শুরুতে সোনার দাম কমায় ভিড় বাড়ছে দোকানে। চলতি সপ্তাহে ভারতীয় বাজারে সোনার বাজারে বড় চমক । বিয়ের আগে এটাই সোনা কেনার মোক্ষম সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সপ্তাহের শুরুতেই ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

]

বিয়ের মরশুমের আগে বেশ কিছুদিন ধরে সোনার দাম নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। তবে যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা হয়েছিল সাধারণ মানুষের। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।  আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। তবে এই সামরিক অভিযান চলতে থাকলে সোনার দামও সর্বকালীন রেকড মুহূর্তে ভেঙে দিতে পারে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৯৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৪৬০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  (Silver Price ) আজকের দাম ৬৬,৬৮০  টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে। তবে বিয়ের মরশুমের আগে  যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। 

আরও পড়ুন-শেষ দুদিন শহর কলকাতায় সোনার দাম অপরিবর্তিত, তবুও স্বস্তি মিলছে না সাধারণের

আরও পড়ুন-এই সোনার গয়না কখনই পরা উচিত নয়, বড়সড় ক্ষতি হতে পারে মহিলাদের

আরও পড়ুন-কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য পতন, তবুও অস্বস্তি অব্যাহত

PREV
click me!

Recommended Stories

Gold-Silver Price Today: সোনার পতন, রুপোর উত্থান! বাজারে নতুন মোড়? জেনে নিন আজ কত দাম ১০ গ্রাম সোনার
কয়েক মিনিটেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! পার্সোনাল লোন অ্যাপের এই সুবিধাগুলি জেনে নিন