Gold Price Today - দিওয়ালির দিনই একধাক্কায় দাম বাড়ল সোনার, রূপোর দর কোনদিকে, জেনে নিন আজকের দর

এবার দিওয়ালির দিনই  ফের একলাফে দাম বাড়ল সোনার।  শুক্রবার ফের ভারতীয় বাজারে দাম বেড়েছে সোনার। এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম বেড়ে ১.২৭ শতাংশ বেড়েছে। গত সেশনেও ১০ গ্রাম সোনার দাম ১.৫১ শতাংশ বেড়েছিল। দিওয়ালির দিন ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

উৎসবের মরশুমে সোনা কেনার চাহিদা  যেন একলাফে অনেকটাই বেড়ে যায়। সোনার দাম উর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও সোনা কেনার চাহিদা রয়েছেই। দুর্গাপুজোর সময় থেকেই উৎসবে মাতোয়ারা বাঙালির সোনা কেনার চাহিদা থাকে তুঙ্গে। কবে দিওয়ালি (Diwali 2021) কিংবা ধনতেরাসের সময় তা কেনার ধুম যেন কয়েকগুণ বেড়ে যায়। ইতিমধ্যেই গতকাল ধনতেরাসের দিন (Dhanteras 2021) সোনার দাম কমায় সোনালি ধাতু কেনার ধুম পড়েছে। দোকানগুলিতেও উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়। দিওয়ালির (Diwali) সময়টাতে সোনা কেনার হিড়িক লেগেই থাকে অবাঙালি থেকে বাঙালিদের। কারণ এই সময়টাতে সোনা কেনা শুভ বলেই মানা হয়। দীপাবলির দিন পরপর ২ দিন সোনার দাম অনেকটাই কমেছিল।

 

Latest Videos

 

আরও পড়ুন-Special Recipe- ভাইফোঁটার স্ন্যাক্সে এবার থাকুক চিকেন স্পাইসি চিকেন ফ্রাই সঙ্গে ফিস বাটার ফ্রাই, রইল রেসিপি

আরও পড়ুন-Kali Puja 2021: জলপাইগুড়ির কালী পুজোর ফিরল শ্রীভূমির স্মৃতি, বুর্জ খলিফা দেখতে উপচে পড়া ভিড়

আরও পড়ুন-Pornography- মোবাইলে 'পর্নোগ্রাফি'-দেখতে আসক্ত, এই কুঅভ্যাসই ফেলতে পারে মারাত্মক সমস্যায়

 

এবার দিওয়ালির দিনই  ফের একলাফে দাম বাড়ল সোনার (Gold Price)।  শুক্রবার ফের ভারতীয় বাজারে দাম বেড়েছে সোনার। এমসিএক্স (MCX)সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম বেড়ে ১.২৭ শতাংশ বেড়েছে। গত সেশনেও ১০ গ্রাম সোনার দাম ১.৫১ শতাংশ বেড়েছিল। দিওয়ালির দিন ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর। দিওয়ালির  (Diwali)দিন ভারতীয় বাজারে দাম বাড়ল সোনার এবং রূপোর। উৎসবের মরশুমে সোনার দাম (Gold Price) ওঠা-নামা যেন লেগেই রয়েছে। গত প্রায় ১০ দিন ধরেই সোনার দাম অনেকটাই নিম্মমুখী ছিল। এবার দীপাবলির আগে লাগাতার ২ দিন দাম কমলেও দিওয়ালির দিন ফের দাম বাড়ল সোনা ও রূপোর। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও ভারতীয় বাজারে এমসিএক্স  (MCX)সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম অনেকটাই কমেছিল। কিন্তু দিওয়ালির দিন ফের দর বাড়ল সোনার।

 

 

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (Multi Commodity Exchange) সোনার দাম ফের বাড়ল।  গত বছর আগস্টে ১০ গ্রাম সোনার দামের উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। এবার রেকর্ড দরের চেয়ে ৮৫০০ টাকার মতোন কম আছে সোনা (Gold Price Drop) । ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম  ৪৬, ৪০০ টাকা।  যা গতকালের তুলনায় অনেকটাই নিচে নেমেছে। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৪০০ টাকা। যা গতকালের তুলনায় বেড়ছে। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হওয়ায় দীপাবলিতে সোনা ও রূপোর চাহিদা বাড়বে বলেই আশা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এছাড়া গতবারের তুলনায় ধনতেরাসে সোনার দাম চাহিদাও বেড়েছে। এবার দিওয়ালিতেও (Diwali 2021 )সোনা বিক্রি বাড়বে বলেই আশা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তবে সোনার দাম বাড়ায় চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের। সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম বেড়েছে রূপোরও (Silver Price) । তবে ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর। সোনার  (Gold Price) থেকেও  অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  (Silver Price Drop)আজকের দাম ৬৪,৩০০  টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News