LPG GAS : বাজেটের দিন একধাক্কায় দাম কমল রান্নার গ্যাসের, স্বস্তি ফিরল মধ্যবিত্তের হেঁশেলে

প্রায় ১০০০ টাকা ছুঁই ছুঁই রান্নার গ্যাসের দাম। অনেকদিন আগেই ৯০০ টাকার গন্ডি পার করেছে এলপিজি গ্যাস।  কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৯২৬ টাকা।  ২০২১ সালের জানুয়ারি মাসে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। অর্থাৎ গত একবছরে ২০৬ টাকা বেড়ে গেছে গ্যাসের দাম। তবে ফেব্রুয়ারিতেও এই দাম রয়েছে গ্যাসের।

প্রায় ১০০০ টাকা ছুঁই ছুঁই রান্নার গ্যাসের দাম। অনেকদিন আগেই ৯০০ টাকার গন্ডি পার করেছে এলপিজি গ্যাস ( LPG Gas) ।  কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৯২৬ টাকা। সংসদে ২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিন বড়সড় স্বস্তি ফিরল মধ্যবিত্তের হেঁশেলে। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে তেল উৎপাদনকারী সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫ টাকা কমিয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম কমতেই স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের হেঁশেলে।

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। একধাক্কায় কমল বাণিজ্যিক গ্যাসের দাম (LPG Gas Cylinder Price)। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৯১.৫ টাকা । যারে জেরে দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম হল ১৯০৭ টাকা। রান্নার গ্যাসের দাম গত কয়েক মাসে অনেকটাই বেড়ে গিয়েছিল। যার জেরে নাভিশ্বাস অবস্থা হয়েছিল মধ্যবিত্তের। এবার স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের হেঁশেলে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে গ্যাসের দাম না বাড়ায় মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। তবে অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত কলকাতায় রান্নার গ্যাসের দাম কোন পরিবর্তন হয়নি।

Latest Videos

 

 

আরও পড়ুন-Budget 2022: অনুমান ছিল ৭.৩ শতাংশ, ২০২০-২১'এ জিডিপি-র প্রকৃত সংকোচন হল ৬.৬ শতাংশ

আরও পড়ুন-বাজেট পেশের আগেই চাঙ্গা হয়েছে শেয়ার মার্কেট, কেন্দ্রীয় বাজেটকে ঘিরে আশায় বুক বাঁধছেন বিনিয়োগকারীরা

আরও পড়ুন-Budget 2022-Work From Home: কর ছাড় পাবেন কি ওয়ার্ক ফর্ম হোম মডেলের কর্মচারীরা, অপেক্ষায় সবাই

 

২০২১ সালের অক্টোবর মাস থেকে কলকাতায় গ্যাসের দাম  (LPG  Price in Kolkata) হয়েছে ৯২৬ টাকা।  সেপ্টেম্বর মাসেও গ্যাসের দাম বেড়েছিল।   একধাক্কায় ২৫ টাকা  রান্নার গ্যাসের  দাম বাড়ায় পকেটে কোপ পড়েছিল সাধারণ মানুষের। তারপর অক্টোবর মাস থেকেই ৯২৬ টাকা করে গ্যাসের দাম বেড়েছে। অন্যদিকে ভর্তুকিবিহীন ইন্ডেন গ্যাসের ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে ৮৯৯ টাকা ৫০ পয়সায়। মুম্বইতেও দিল্লির দামে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার। এবং চেন্নাইতে গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৯১৫ টাকা ৫০ পয়সা। তবে সব জায়গার থেকে কলকাতাতেই গ্যাসের দাম সবচেয়ে উর্ধ্বমুখী। উল্লেখ্য, ৬ অক্টোবর শেষবার রান্নার গ্যাসের দাম (LPG  Price ) বাড়ানো হয়েছিল। তারপর অক্টোবর থেকেই একই রয়েছে এলপিজি গ্যাসের দাম। চলতি মাসেই দাম বাড়ল না রান্নার গ্যাস। ২০২১ সালের জানুয়ারি মাসে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। অর্থাৎ গত একবছরে ২০৬ টাকা বেড়ে গেছে গ্যাসের দাম। তবে ফেব্রুয়ারিতে কলকাতায় একই দাম রয়েছে  রান্নার গ্যাসের।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল