আপনি কী ইউপিআই মারফত টাকা লেনদেন করেন, তাহলে মেনে চলুন SBI-র এই গাইডলাইনগুলো

অনলাইন লেনদেন বা ইউপিআই যেমন একদিকে মানুষের কাজকে সহজ করে তুলেছে তেমনই আবার ঝুঁকিও বাড়িয়েছে প্রচুর পরিমানে।  প্রতারকরা অনেক সময়ই অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা লুটে নিচ্ছে। এই ধরনের প্রতারণার হাত থেকে গ্রাহকদের নিরাপদ ও সতর্ক থাকতে সচেতন করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সতর্কতামূলক টিপসগুলোকে ইউপিআই সেফটি শিল্ড বলে অভিহীত করেছেন দেশের এই বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্কটি। 

বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে অনলাইন লেনদেনের (Online Transaction) জনপ্রিয়তাও বেড়েছে। তবে সেক্ষেত্রে রয়েছে ঝুঁকিরও (Risk)সম্ভবনা। অনেক সময়ই অনলাইন টাকা লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা বিভিন্নরকম প্রতারণার স্বীকার হয়ে থাকেন। তাই  অনলাইন লেনদেন বা ইউপিআই (UPI) যেমন একদিকে মানুষের কাজকে সহজ করে তুলেছে তেমনই আবার ঝুঁকিও (Risk) বাড়িয়েছে প্রচুর পরিমানে। প্রতারকরা গ্রাহকদের বোকা বানিয়ে ফাঁদ পেতে অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা লুটে নিচ্ছে। এই ধরনের প্রতারণার হাত থেকে গ্রাহকদের নিরাপদ ও সতর্ক থাকতে সচেতন করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। 

দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ইউপিআই (UPI) নিয়ে গ্রাহকদের সচেতন করেছে। স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, আর্থিক লেনদেনের আগে ইউপিআই আই ডি (UPI Transaction) ভালো করে যাচাই করে নেওয়া খুবই জরুরি। এক্ষেত্রে বেশ কয়েকটি টিপস দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Creates Alert On UPI Transaction)। আর প্রত্যেক ট্রান্সজ্যাকশনের আগে এই টিপসগুলো মেনে চলার নির্দশ দিয়েছে স্টেট ব্যাঙ্ক। এই সতর্কতামূলক টিপসগুলোকে ইউপিআই সেফটি শিল্ড (UPI Safety Shield)বলে অভিহীত করেছেন দেশের এই বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্কটি। 

Latest Videos

আরও পড়ুন-ভারতের পর ইউপিআই লেনদেন এবার নেপালে, পেমেন্ট সিন্টেমকে জনপ্রিয় করে তুলবে এই সংস্থা

আরও পড়ুন-ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স রাখা নিয়ে চিন্তিত, আজই খুলুন বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট

আরও পড়ুন-'মৃত্যুর আগেই ১ কোটি টাকার ইউপিআই লেনদেন' বিজিশার আত্মহত্যা ঘিরে জল্পনা তুঙ্গে

ইউপিআই পিন নিয়ে ঠিক কী কী ধরনের সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছে স্টেট ব্যাঙ্ক। আসুন জেনে নেওয়া যাক। গ্রাহকদের মাথায় রাখতে হবে লেনদেনের সময় ইউপিআই পিন শুধুমাত্র টাকা পাঠানোর জন্য প্রয়োজন। কোনও ব্যক্তি যদি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায় তাহলে সেক্ষেত্রে কখনই ইউপিআই পিনের প্রয়োজন পড়ে না। টাকা পাঠানোর আগে যাকে টাকা পাঠানো হচ্ছে তাঁর মোবাইল নম্বর, নাম এবং ইউপিআই আইডি অবশ্যই খুব ভালো করে যাচাই করে নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে কার কাছে টাকা যাচ্ছে সেটা জানা যায়। ইউপিআই লেনদেনে দি কখনও বিপত্তি বাঁধে, তবে সাহায্যের প্রয়োজন পড়লে সেই ইউপিআই অ্যাপের মাধ্যমেই হেল্প নেওয়া উচিত।

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, কোনও রকম পরিস্থিতিতেই ইউপিআই পিন কাউকে কখনই শেয়ার করা উচিত নয়। এটিএম পিনের গোপনীয়তা বজায় রাখা হয়, ঠিক সেই একই পদ্ধতিতে অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও গোপনীয়তা বজায় রাখা উচিত। কোনও ব্যবসায়ী বা অচেনা ব্যক্তিকে টাকা পাঠাতে হলে স্ক্য়ান করে টাকা পাঠানোই শ্রেয় বলে মনে করছে স্টেট ব্যাঙ্ক। অনেক সময় নানা প্রলোভন দিয়ে স্প্যাম মেসেজ ও নোটিফিকেশন গ্রাহকের নম্বরে আসে। সেগুলো সবসময় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এসবিআই। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের বড়সড় অভিযানে ইডি! একাধিক ঠিকানায় একযোগে ইডির হানা! দেখুন | ED Raid Today
‘পুলিশ না থাকলে তৃণমূলকে কেউ ভয় পেতো না’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ সুকান্তর! দেখুন কী বললেন | Sukanta M
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল' চিৎকার সঞ্জয় রায়ের | Sanjay Roy | RG Kar Case
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল’ তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর! | Suvendu Adhikari