অক্ষয় তৃতীয়ার আগে বাম্পার ধামাকা, বড়সড় পতন সোনার দামে, দারুণ সস্তা হল রূপো

Published : Apr 29, 2022, 08:12 AM IST
অক্ষয় তৃতীয়ার আগে বাম্পার ধামাকা, বড়সড় পতন সোনার দামে, দারুণ সস্তা হল রূপো

সংক্ষিপ্ত

সোনার বাজারে বড় চমক। বাম্পার অফার দিয়ে একলাফে কমে গেল সোনার দাম। অনেকটাই দাম কমেছে রূপোর। বিয়ের মরশুমে এতটা সোনার দাম কমতেই মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।  বেশ কয়েকদিন ধরেই সোনার দাম অনেকটাই কমছে। যার ফলে খানিকটা হলেও চিন্তা কমেছে।একদিকে বিয়ের মরশুম অন্যদিকে অক্ষয় তৃতীয়া এর আগে হু হু করে দাম কমছে সোনার। আর সোনার দাম পড়তেই দোকানে ভিড় বাড়ছে মধ্যবিত্তের। বিশেষজ্ঞরা মনে করছেন চল়তি মাসে আরও কমতে পারে সোনার দাম। আজকের সোনার দাম গতকালের তুলনায় কমেছে । শুক্রবার  ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।  

সোনার বাজারে বড় চমক। বাম্পার অফার দিয়ে একলাফে কমে গেল সোনার দাম। অনেকটাই দাম কমেছে রূপোর। বিয়ের মরশুমে এতটা সোনার দাম কমতেই মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।  বেশ কয়েকদিন ধরেই সোনার দাম অনেকটাই কমছে। যার ফলে খানিকটা হলেও চিন্তা কমেছে।একদিকে বিয়ের মরশুম অন্যদিকে অক্ষয় তৃতীয়া এর আগে হু হু করে দাম কমছে সোনার। আর সোনার দাম পড়তেই দোকানে ভিড় বাড়ছে মধ্যবিত্তের। 

বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামী ১৯ বৈশাখ এবং ৩ মে অক্ষয় তৃতীয়া পড়েছে। এই অনুষ্ঠানের দিনগুলোতে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। তার মধ্যে আবার বৈশাখ মাস পড়ে গিয়েছে। বিয়ের মরশুমে ভারতীয় বাজারে সস্তা হল সোনার দাম। বিশ্ব বাজারে দুর্বলতার প্রভাব পড়ল ভারতে। এবার তার জেরেই  সস্তা হল সোনা।  বিয়ের মরশুমে সোনার দাম বাড়া-কমা নিয়ে সকলেই যেন নাজেহাল। বিয়ের শেষ মুহূর্তে সোনা কেনার আগে সকলেরই চোখ রয়েছে সোনার বাজারে। এবার সোনা ও রূপোর দাম লাফিয়ে লাফিয়ে কমছে। কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম বাড়ছিল তাতে বেশ চিন্তা বাড়ছিল তবে আকাশছোঁয়া সোনার দাম আজ গতকালের তুলনায় কমেছে। সোনার পাশাপাশি রূপোর দামও অনেকটাই কম আছে। বিশেষজ্ঞরা মনে করছেন চল়তি মাসে আরও কমতে পারে সোনার দাম। আজকের সোনার দাম গতকালের তুলনায় কমেছে । শুক্রবার  ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

 

 

ইতিমধ্যেই ৫০ হাজারের গন্ডি পেরিয়েছে সোনার দাম। কলকাতাতেও সোনার দাম আকাশছোঁয়া। দিন কয়েকের মধ্যেই একটু দাম কমেছে সোনার। পাশাপাশি রূপোর দরও অনেকটাই নীচে।  মধ্যবিত্তের চিন্তা কমিয়ে ফের বড় চমক সোনার দামে। গতকালের তুলনায় আজও সোনার দাম কমল অনেকটাই । রূপোর দামেও বড় চমক। বেশ কয়েকদিন আগেও সোনার দাম উর্ধ্বমুখী ছিল তাতে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই চিন্তায় পড়ে গেছিলেন। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,০০০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৩৭০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর   আজকের দাম ৬৩,৮০০ টাকা। বিয়ের মরশুমের আগে থেকেই  লাগাতার দাম বাড়ায় পকেটে কোপ পড়েছে  মধ্যবিত্তের। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। বৈশাখের শুরুতেই যেহারে সোনার দাম বাড়ছে তাতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। শুরু হয়ে গেছে বিয়ের মরশুম। তবে যে হারে সোনার দাম  বাড়ছে তা নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে। আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের। বিয়ের মরশুমে সোনার দামে যেন আগুন লেগেছে। প্রতিদিন একটু একটু করে সোনার দাম বাড়ছে। তার উপর আবার বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। আর সোনার দামও আকাশছোঁয়া।  ২২ ক্যারেট সোনার দাম ফের ৫০ হাজার ছুঁতে চলেছে। অন্যদিকে ভারতীয় বাজারে  ৫৫ হাজার টাকার ছুঁই ছুঁই ১০ গ্রাম পাকা সোনার দাম।  বৈশাখ মাস পড়তেই সোনার দাম নিয়ে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ফের  সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা ব্যাবসায়ীদের। এমসিএক্স সূচকে সোনার ও রূপোর দাম  ক্রমশ বাড়ছে নয়তো কমছে। বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতি, বিয়ের মরশুম এবং অক্ষয় তৃতীয়ার জেরে সোনার দাম রদবদল হবে। যা ইতিমধ্যেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমজনতার।  তবে শুধু সোনা নয়, সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েই চলেছে রূপোর। অক্ষয় তৃতীয়ার আগে  সোনার দামে বড় চমক। আজ কোথায় ঠেকল সোনা, তা জানতেই মুখিয়ে রয়েছেন আমজনতা। আজকের সোনার দাম গতকালের তুলনায় কমেছে । 

PREV
click me!

Recommended Stories

Gold-Silver Price Today: সোনার পতন, রুপোর উত্থান! বাজারে নতুন মোড়? জেনে নিন আজ কত দাম ১০ গ্রাম সোনার
কয়েক মিনিটেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! পার্সোনাল লোন অ্যাপের এই সুবিধাগুলি জেনে নিন