DSSSB Recruitment 2022- ৬৯১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সিলেকশন সার্ভিসেস বোর্ড, আজই আবেদন করুন

আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট https://dsssb.delhi.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- বিভিন্ন শূন্যপদে মেগ্রা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল দিল্লি সাবঅর্ডিনেট সিলেকশন সার্ভিসেস বোর্ড (Delhi Subordinate Services Selection Board)। বোর্ডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জুনিয়ার ইঞ্জিনিয়ার (Junior Engineer) এবং সেকশন অফিসার (Section Officer) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট https://dsssb.delhi.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
DSSSB Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে। । ইচ্ছুক প্রার্থীদের ৯ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
DSSSB Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: দিল্লি সাবঅর্ডিনেট সিলেকশন সার্ভিসেস বোর্ড (Delhi Subordinate Services Selection Board)
পদের নাম: জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং সেকশন অফিসার সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ৬৯১টি
শূন্যপদের বিবরণ: 
জুনিয়ার ইঞ্জিনিয়ার/ সেকশন অফিসার (ইলেকট্রিক্যাল)- ১১৬টি পদ
জেনারেল ক্যাটাগরি- ৪০টি পদ
অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণি- ২১টি পদ
ওবিসি- ৩৪টি পদ
এসসি- ১৪টি পদ
এসটি- ৭টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ার/ সেকশন অফিসার (সিভিল)- ৫৭৫টি পদ
জেনারেল ক্যাটাগরি- ২৭০টি পদ
অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণি- ৭৭টি পদ
ওবিসি- ১১৬টি পদ
এসসি- ৮৫টি পদ
এসটি- ২৭টি পদ
DSSSB Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং সেকশন অফিসার পদে প্রার্থীদের নির্বাচনের জন্য টায়ার ১ এবং টায়ার ২ স্তরের পরীক্ষা নেওয়া হবে। যদিও লিখিত পরীক্ষার তারিখ এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে প্রতিষ্ঠানের তরফে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। 
DSSSB Recruitment 2022: আবেদন পদ্ধতি
•    প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে https://dsssb.delhi.gov.in/ যেতে হবে
•    প্রার্থীদের ‘Link for Online Application Registration System (OARS)’ লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে
•    এরপর রিডাইরেক্ট করা OARS-এর এই https://dsssbonline.nic.in/ পেজটি খুলবে
•    সেখানে প্রার্থীদের ‘Click for New Registration’ লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে
•    প্রদত্ত নির্দেশাবলী ভালো করে পড়ে নিতে হবে
•    এরপর রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রমাণপত্রের নথি জমা দিতে হবে
•    আবেদনপত্রটি জমা করুন
•    প্রার্থীদের নতুন রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে
•    ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা উপরে উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন

আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা

Latest Videos

আরও পড়ুন: ESIC recruitment 2021- ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে এই নামী সংস্থা, জানুন কোথায় এবং কীভাবে আবেদন করবেন

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

আরও পড়ুন: Bank of Baroda Recruitment 2021: মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাংক অফ বরোদা, কীভাবে আবেদন করবেন

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News