Job News: চাকরিতে আবেদনের জন্য সেরা সুযোগ, বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের! জানুন এক ক্লিকে
সরকারি উচ্চপদে চাকরি করতে ইচ্ছুক। কিন্তু আবেদনের ঝক্কিতে সবসময় সমস্ত চাকরির পরীক্ষা দিয়ে ওঠা হচ্ছে না? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে চাকরি প্রার্থীদের সুবিধার্থে বিভিন্ন চাকরিতে আবেদনের জন্য নয়া উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে জানতে পড়ু
কেন্দ্রীয় সরকারি পদে চাকরির জন্য চাকরি প্রার্থীদের আর ঝামেলা পোহাতে হবে না। সমস্ত চাকরির আবেদন এক ছাদের তলায় আনতে কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
210
নতুন চাকরির পোর্টাল আনছে কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চাকরি প্রার্থীদের একাধিক জায়গায় বারবার আবেদনের ঝামেলা কমাতে নতুন পোর্টাল আনছে কেন্দ্রীয় সরকার। এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রের একাধিক পদে চাকরির আবেদন করা যাবে।
310
একক চাকরিতে আবেদনের জন্য পোর্টাল
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, এই পোর্টালের মাধ্যমে চাকরি প্রার্থীরা একাধিক প্ল্যাটফর্মে আবেদন করার ঝামেলা থেকে রেহাই পাবেন। তেমনই চাকরি প্রার্থীদের সময় ও ঝামেলা দুটোই বাঁচবে।
410
চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভাষাগত সম্প্রসারণের সুযোগ
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন যে, আগে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের শুধুমাত্র হিন্দি এবং ইংরেজিতে পরীক্ষা দিতে হত। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার ভাষাগত সম্প্রসারণের সুযোগ দিয়েছে। ফলে আরও ১৩টি ভাষায় পরীক্ষা দিতে পারবেন চাকরি প্রার্থীরা। ভবিষ্যতে ২২টি ভাষার সসবকটিতেই পরীক্ষা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।।
510
কমিয়ে আনা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার সময়
কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সময়সীমা ১৫ মাস থেকে কমিয়ে গড়ে আট মাসে আনা হচ্ছে। আগামী দিনে আরও কমিয়ে আনা হবে এই সময়সীমা।
610
অনলাইনেই সমস্ত চাকরির পরীক্ষা
এতদিন চাকরিতে অনলাইনের পাশাপাশি অফলাইনেও পরীক্ষা নেওয়া হত। এবার থেকে সেই পদ্ধতিতেও বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য নির্দিষ্ট মানদণ্ড ও নির্দেশিকা তৈরি করা হচ্ছে।
710
সকল পরীক্ষার্থীদের সমান সুযোগ
চাকরির পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে কোনও পরীক্ষার্থী যাতে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখার পাশাপাশি সকল পরীক্ষার্থীদের সমান সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
810
কেন্দ্রীয় সরকারের মিশন কর্মযোগী
কেন্দ্রীয় সরকারের মিশন কর্মযোগী প্রকল্পের মাধ্যমে তৈরি হচ্ছে নতুন চাকরির সম্ভাবনা। ২০২০ সাল থেকে চালু এই প্রকল্পের মাধ্যমে বহু বেকার যুবক যুবতী চাকরি পেয়েছেন।
910
আবেদনকারীদের দক্ষতা ও প্রশিক্ষণ বৃদ্ধি
চাকরিতে আবেদনকারীদের দক্ষতা ও প্রশিক্ষণ বৃদ্ধিতেও সহায়ক হবে এই পোর্টাল। তাঁদের দক্ষতা উন্নয়ন কর্মক্ষেত্রে কার্যকারিতা আরও বৃদ্ধি করবে।
1010
সবকিছু এক ছাতার তলায় আনতে কাজ শুরু
চাকরি প্রার্থীদের জন্য আরও বেশি করে কর্ম উপযোগী পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই পোর্টাল। যারফলে এবার থেকে সহজেই মিলবে চাকরিতে আবেদনের ক্ষে ত্রে সুযোগ সুবিধা।