সংক্ষিপ্ত
অনেকেরই স্বপ্ন সরকারি চাকরি করা।
আর এবার সেই ঘোষণাই শোনা গেল এই রাজ্যে। পূর্ব বর্ধমান জেলায় রয়েছে সরকারি চাকরির সুযোগ। সেই চাকরির আবেদন করতে পারেন আজই। তবে থাকতে হবে নির্দিষ্ট কিছু যোগ্যতা।
কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং পদের জন্য কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে। ন্যাশনাল হেলথ মিশনের অধীনস্থ ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রোগ্রামের আওতায় করা হবে এই কর্মী নিয়োগ। জানা যাচ্ছে, অসংরক্ষিত ক্যাটেগরিতে মোট একজনকে নিয়োগ করা হবে। তবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে এই পদটির জন্য।
রিপোর্ট অনুযায়ী, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে এই কর্মী নিয়োগ হবে বলে খবর। তবে এই পদের জন্য যারা আবেদন করবেন, তাদের ইংরেজি ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক। সেইসঙ্গে, কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকাও আবশ্যিক।
এই পদের জন্য মাসিক বেতন (Salary) দেওয়া হবে ৩৫ হাজার টাকা। এদিকে অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের মাথায় রাখতে হবে বয়সের বিষয়টি। কারণ, সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এই পদের জন্য। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সসীমায় আবার ছাড়ও দেওয়া হবে।
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউইয়ের উপর ভিত্তি করেই আবেদনকারীদের নিয়োগ করা হবে নির্দিষ্ট এই পদের জন্য। তবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেইসঙ্গে স্থানীয় ভাষা লিখতে জানাও জরুরি। অন্যদিকে, স্থানীয় ভাষা পড়ার দক্ষতাও থাকতে হবে। উল্লেখ্য, আবেদনের শেষ তারিখ আগামী ২৪ ডিসেম্বর।
ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নির্দিষ্ট বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি থেকেই বিস্তারিত জানা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।